সিপিএম নেতা তথা পুরকর্মী অরুণাভ দত্তের শাস্তির দাবিতে বুধবার পুর সচিবকে স্মারকলিপি দিল দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেস। সোমবার রাতে হাকিমপাড়ায় কর্মবিনিয়োগ কেন্দ্রের কাছে রাত পৌনে ৯ টা নাগাদ মদ্যপ অবস্থায় এক মহিলার হাত ধরে টানাটানি করার অভিযোগ ওঠে অরুণাভবাবুর বিরুদ্ধে। পুলিশ তাঁকে গ্রেফতার করে। পর দিন জামিনে মুক্তি পান তিনি। একই দাবিতে এ দিন মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি দেয় শিলিগুড়ি টাউন তৃণমূল যুব কংগ্রেস। পুরসভার তরফে কি পদক্ষেপ নেওয়া হবে তা আলোচনার পরে ঠিক করা হবে বলে জানান মেয়র গঙ্গোত্রী দত্ত। তিনি বলেন, “পুর আইন মেনে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এই ঘটনার তীব্র নিন্দা করেন দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা সেনগুপ্ত। তিনি বলেন, “পুরসভায় অনেক মহিলা কর্মী রয়েছে, তাঁদের কথা চিন্তা করেই ওই কর্মীর শাস্তির ব্যবস্থা করতে হবে।” অভিযুক্ত অরুণাভ দত্ত পুরসভার তিন নম্বর বরো কমিটির ওয়ার্ক সুপারভাইজার। এই কাজ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার দাবি জানান হয় তৃণমূলের তরফে। |
অন্যদিকে এ দিন মহকুমা শাসকের দফতরে স্মারকলিপি দেয় শিলিগুড়ি তৃণমূল যুব কংগ্রেস। তাঁদের তরফে অভিযুক্তের শাস্তি দাবি করা হয়। তাঁদের আরও অভিযোগ, জামিন পাওয়ার পরেই মহিলাটিকে নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছে। সংগঠনের সাধারণ সম্পাদক মনোজ বর্মা বলেন, “মহিলাটিকে নানা রকম হুমকি দেওয়া হচ্ছে। আমরা মহিলার নিরাপত্তার দাবি করছি।” পাশাপাশি তাঁদের দাবি, “শিলিগুড়িতে এ ধরনের সংস্কৃতি আগে ছিল না। তাই এমন শাস্তি হওয়া উচিত যেন আর কেউ এরকম কাজ করার সাহস না পান।”
দলের সক্রিয় সদস্য পাপ্পুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠায় কিছুটা অস্বস্তিতে দার্জিলিং জেলা সিপিএম। দলের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দার্জিলিং জেলা সিপিএমের ভারপ্রাপ্ত জেলা সম্পাদক জীবেশ সরকার বলেন, “দলের তরফে এ ধরনের ঘটনাকে প্রশ্রয় দেওয়া হবে না। আমরা ঘটনা জেনে এ দিন জোনাল কমিটিকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।” |