টুকরো খবর |
অবরোধ গড়বেতায়
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গড়বেতার নিখোঁজ বিক্ষুদ্ধ তৃণমূল কর্মী গনেশ দুলের খোঁজ এখনও মেলেনি। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, গনেশকে ক্ষমতাসীন গোষ্ঠী অপহরণ করে খুন করে দিতে পারে। তাই অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতেও সোচ্চার হয়েছেন স্থানীয় বিক্ষুব্ধ তৃণমূলের সমর্থকেরা। বুধবার অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে, পথ অবরোধও করা হয়। সকালে প্রায় দেড় ঘন্টা গড়বেতা-হুমগড় সড়ক অবরোধ ছিল। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তোলেন। পুলিশ বোঝাতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখায় অবরোধকারীরা। তাঁদের অভিযোগ, পুলিশ সত্য ঘটনা চাপা দিতে অভিযুক্তদের গ্রেফতার করছে না। গ্রেফতার করলেই সত্য ঘটনা বেরিয়ে পড়বে। গনেশের বাড়ি গড়বেতা থানার কপ্পরপুরে। এবার পঞ্চায়েত নির্বাচনে ওই এলাকা থেকে গনেশের দাদা নিমাই দুলে বিক্ষুব্ধ তৃণমূলের প্রার্থী ছিলেন। রবিবার সকালে বাজারে বেরোনোর পর থেকে তাঁর খোঁজ মেলেনি। তারপরই তাঁকে খুন করা হয়েছে বলে আশঙ্কা করে তৃণমূলের ক্ষমতাসীন গোষ্ঠীর নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তাঁদের আত্মীয়েরা। বুধবার পর্যন্ত অবশ্য পুলিশ কাউকে ধরেনি।
|
থানা ঘেরাও মহিলাদের
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে বুধবার হলদিয়ার ভবানীপুর থানায় ঘেরাও অভিযান করল গণতান্ত্রিক মহিলা সমিতি। সমিতির অভিযোগ, চকদ্বীপার কলতলায় তৃণমূলের স্থানীয় নেতৃত্ব আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে রেখেছে। তিন বাম কর্মীকে বেধড়ক মারধর করেছেন স্থানীয় তৃণমূল নেতা যশরাজ ব্রহ্মচারী, পিকরাজ ব্রহ্মচারী-সহ একদল তৃণমূল কর্মী। থানায় গেলে বাড়ির মেয়েদের তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে ওরা। স্মারকলিপি কর্মসূচির নেতৃত্বে থাকা জেলা কমিটির সদস্যা ঊষা ধাড়া, সুনীতি গিরি, ভারতী জানাদের অভিযোগ, “যশরাজ ও পিকরাজ এলাকায় যে ভাবে সন্ত্রাস চালাচ্ছে তাতে মহিলারা বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন। আমরা স্মারকলিপি দেওয়ার পরেও যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তবে পথ অবরোধ করব।” যশরাজ অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, “এলাকায় সিপিএমের দাপট আছে। ওরাই বরং সন্ত্রাস চালাচ্ছে। আমাদের মারধর করছে।” এ দিন স্মারকলিপি পাওয়ার পরে ভবানীপুর থানার পুলিশ এলাকায় টহলের আশ্বাস দিয়েছে।
|
ঘরছাড়াদের ফেরানোর দাবি
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
ভোটের পর ছ’দিন পেরিয়ে গেলেও এখনও ঘরছাড়া দাসপুর ২ ব্লকের সাহাচক পঞ্চায়েতের ঘনশ্যামবাটি গ্রামের মির্জামারি পাড়ার প্রায় ৪০ জন সিপিএম সমর্থক। সিপিএমের অভিযোগ, ভোট দিতে যাওয়ার ‘অপরাধে’ গত শুক্রবার তৃণমূলের দুষ্কৃতীরা ওই পাড়ার পনোরোটি পরিবারের সিপিএম সমর্থকদের মারধর করে তাড়িয়ে দেয়। পুলিশ গ্রামে ঢুকে টহল দিয়ে গেলেও ঘরছাড়াদের ঘরে ফেরাতে উদ্যোগী হয়নি বলে সিপিএমের অভিযোগ। সিপিএমের দাসপুর ২ জোনাল কমিটির সম্পাদক ললিত কুমার শী বলেন, “আমরা বহুবার পুলিশ ও প্রশাসনকে ঘরছাড়াদের ঘরে ফেরানোর বিষয়টি জানিয়েছি। কিন্তু প্রশাসন উদাসীন।” এ দিকে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের ব্লক সভাপতি তপন দত্ত বলেন, “অভিযোগ ভিত্তিহীন। নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ওরা গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।” বিডিও অরূপ মণ্ডল বলেন, “বুধবার দু’দলের সঙ্গে আলোচনায় বসা হবে।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম শুভঙ্কর হাজরা (২০)। বাড়ি ঘাটাল থানার শ্যামসুন্দরপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে শুভঙ্করবাবু বাড়ি থেকে বাইকে করে ঘাটাল আসার সময় ঘাটাল থানার খড়ার সংলগ্ন বড়পোলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা মারেন। স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শুরুর আগেই তাঁর মৃত্যু হয়।
|
ছাত্রের ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
এক স্কুল ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম সূযর্কান্ত মণ্ডল (১৫)। বাড়ি ঘাটালের হরিসিংহপুর গ্রামে। সূযর্কান্ত স্থানীয় প্রতাপপুর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। বুধবার সকালে বাড়ির সিলিং পাখায় গলায় কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় তার দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পড়াশোনার জন্য বাড়ির লোকেরা সূযর্কান্তকে বকাবকি করেন। তার জেরেই সে আত্মহত্যা করেছে বলে পুলিশের অনুমান। |
|