|
|
|
|
কলেজে ভর্তিতে অনিয়ম, নালিশ টিএমসিপির
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
যে কলেজের পরিচালন কমিটির সভাপতি বিদায়ী পুরপ্রধান প্রণব বসু, সেই কলেজেই ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ তুলল তৃণমূল ছাত্র পরিষদ। শুধু অভিযোগ তোলাই নয়, বুধবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত প্রতিবাদপত্র জমা দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে দ্রুত তদন্তের।
বিভিন্ন মহলের মতে, এমন ঘটনার ফলে দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। কলেজের ছাত্র সংসদের প্যাডে এ দিন যে প্রতিবাদপত্র জমা দেওয়া হয়েছে, সেখানে লেখা হয়েছে, ‘আমরা ভর্তি প্রক্রিয়া নিয়ে কোনও রকম দুর্নীতি মেনে নেব না। আমরা খবর পেলাম যে, তালিকার বাইরে ভর্তি প্রক্রিয়া চলছে। যদি কোনও ভাবে এই প্রক্রিয়ায় ভর্তি হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকব।’ অন্য দিকে, টিএমসিপির প্যাডে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে, সেখানে লেখা হয়েছে, ‘মেদিনীপুর কলেজে ভর্তি প্রক্রিয়া চলাকালীন মেধা তালিকা এবং নোটিসের বাইরে রসায়নবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান-সহ বিভিন্ন অনার্স বিষয়ে অনৈতিক সুপারিশের ভিত্তিতে ভর্তি করা হচ্ছে। বেআইনি ভর্তি প্রক্রিয়া বাতিল করে মেধা তালিকা অনুযায়ী ছাত্র ভর্তি করা হোক। দ্রুত তদন্ত করে অধ্যক্ষের অনৈতিক কাজের যথাযথ শাস্তি প্রদানের মাধ্যমে কলেজের সুনাম বজায় রাখা হোক।’
টিএমসিপির জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি বলেন, “সুপারিশের ভিত্তিতে কেউ ভর্তি হবে কেন? আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই প্রশ্নই রেখেছি। কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন।”
খোদ শাসক দলের ছাত্র সংগঠন অধ্যক্ষের বিরুদ্ধে সরব হওয়ায় বিভিন্ন মহলেই চাঞ্চল্য ছড়িয়েছে। কলেজ কর্তৃপক্ষ অবশ্য ভর্তিতে অনিয়মের অভিযোগ উড়িয়ে দিয়েছে। মেদিনীপুর কলেজের অধ্যক্ষ সুধীন্দ্রনাথ বাগের সংক্ষিপ্ত বক্তব্য, “যা হচ্ছে কলেজের অ্যাডমিশন কমিটির সিদ্ধান্ত মতোই হচ্ছে। ভর্তিতে অনিয়মের কোনও ব্যাপার নেই।” এক শিক্ষকের মন্তব্য, “শাসক দলের দু’পক্ষের মতানৈক্যে কলেজের নাম জুড়ে যাচ্ছে। তা নিয়ে রাজনীতিও হচ্ছে। এটা অনভিপ্রেত।” |
|
|
|
|
|