|
|
|
|
টুকরো খবর |
গণেশের খোঁজ নেই, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গড়বেতার নিখোঁজ বিক্ষুদ্ধ তৃণমূল কর্মী গনেশ দুলের খোঁজ এখনও মেলেনি। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, গনেশকে ক্ষমতাসীন গোষ্ঠী অপহরণ করে খুন করে দিতে পারে। তাই অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতেও সোচ্চার হয়েছেন স্থানীয় বিক্ষুব্ধ তৃণমূলের সমর্থকেরা। বুধবার অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে, পথ অবরোধও করা হয়। সকালে প্রায় দেড় ঘন্টা গড়বেতা-হুমগড় সড়ক অবরোধ ছিল। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তোলেন। পুলিশ বোঝাতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখায় অবরোধকারীরা। তাঁদের অভিযোগ, পুলিশ সত্য ঘটনা চাপা দিতে অভিযুক্তদের গ্রেফতার করছে না। গ্রেফতার করলেই সত্য ঘটনা বেরিয়ে পড়বে। গনেশের বাড়ি গড়বেতা থানার কপ্পরপুরে। এবার পঞ্চায়েত নির্বাচনে ওই এলাকা থেকে গনেশের দাদা নিমাই দুলে বিক্ষুব্ধ তৃণমূলের প্রার্থী ছিলেন। রবিবার সকালে বাজারে বেরোনোর পর থেকে তাঁর খোঁজ মেলেনি। তারপরই তাঁকে খুন করা হয়েছে বলে আশঙ্কা করে তৃণমূলের ক্ষমতাসীন গোষ্ঠীর নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তাঁদের আত্মীয়েরা। বুধবার পর্যন্ত অবশ্য পুলিশ কাউকে গ্রেফতার করেনি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।
|
টেবিল টেনিস প্রশিক্ষণ শিবির
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সম্প্রতি এক টেবিল টেনিস কোচিং ক্যাম্প অনুষ্ঠিত হয় মেদিনীপুর শহরের স্পোটর্সম্যান রিক্রিয়েশন ক্লাবে। বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ক্যাম্প হয়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহন করে। ক্যাম্পে প্রশিক্ষণ দেন জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের প্রশিক্ষকরা। শেষ দিনে শিক্ষার্থীদের নিয়ে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শিক্ষার্থীদের আগামী ১৪ অগষ্ট, স্পোটর্সম্যান রিক্রিয়েশন ক্লাবের প্রতিষ্ঠা দিবসে শংসাপত্র প্রদান করা হবে। পাশাপাশি, যারা প্রতিযোগিতায় জয়ী হয়েছে, তাদেরও পুরস্কৃত করা হবে। আগামী দিনে দীর্ঘমেয়াদী টেবিল টেনিস প্রশিক্ষণ শিবির আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ক্লাবের যুগ্ম সম্পাদক অঞ্জন রায়। |
|
|
|
|
|