|
|
|
|
শিল্পশহরে ঘটা করে জেলা বনমহোৎসব
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
জেলা বন-মহোৎসব পালন হল হলদিয়ার সুতাহাটা সুবর্ণজয়ন্তী ভবনে।
প্রতি বছরের মতো এ বারও ১৪ থেকে ২০ জুলাই পড়েছে অরণ্যসপ্তাহ। তবে, ভোটপর্ব মিটে যাওয়ার পর বুধবারই আনুষ্ঠানিক ভাবে জেলা বন-মহোৎসব পালন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে বন দফতর ও ইন্টিগ্রেটেড কোস্টাল জোন ম্যানেজমেন্ট। এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন দফতরের পশ্চিম মণ্ডলের মুখ্য বনপাল এম ভি রাজশেখর, জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি, পুলিশ সুপার সুকেশ জৈন, ডিএফও নিতাই সাহা প্রমুখ। |
অনুষ্ঠানে জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি। —নিজস্ব চিত্র। |
এ ছাড়াও বিভিন্ন স্কুলের ৯০০ পড়ুয়া অনুষ্ঠানে যোগ দেয়। বনসৃজনের গুরুত্ব ও সচেতনতা প্রসঙ্গে জেলাশাসক স্কুলের ছাত্রছাত্রীদের বৃক্ষরোপণে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন। ডিএফও নিতাই সাহা জানান জেলার সড়ক পথে ১১৬ হেক্টর, উপকূলের ম্যানগ্রোভে ১৯৬ হেক্টর, ঝাউবনে ১১৫ হেক্টর এলাকায় চারাগাছ লাগানো কাজ চলছে। এ ছাড়াও ২ লক্ষ ৪৮ হাজার চারাগাছ লাগানো হবে।
এ দিন ভবনের পিছনে উপস্থিত সকলেই রক্ত ও শ্বেত চন্দনের চারাগাছ রোপণ করেন। মুখ্য বনপাল এম ভি রাজশেখর বলেন, “আমরা ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় বৃক্ষরোপণে জোর দিয়েছি। হলদিয়ায় পরিবেশ দূষমের মোকাবিলায় গাছের সংখ্যা বাড়ানোর ভাবনা-চিন্তা করা হচ্ছে।” |
|
|
|
|
|