টুকরো খবর |
৭টি বাড়ি ভাঙল হাতি
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
চা বাগানের বস্তিতে ঢুকে সাতটি কাচা বাড়ি ভেঙে গুড়িয়ে দিল একটি দাঁতাল হাতি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে গরুমারা জঙ্গল লাগোয়া ময়নাগুড়ির রামসাই চা বাগান এলাকায়। ঘটনায় তিনজন চা শ্রমিক জখম হয়েছেন। তাঁদের মধ্যে সদু লোহার নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বন কর্মীদের খবর দেওয়া হলেও তাঁরা সময়মত আসেননি। জলপাইগুড়ির ডিএফও (বন্যপ্রাণ) সুমিতা ঘটক বলেন, “প্রবল বৃষ্টি থাকায় বন কর্মীদের পক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। জখম ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।” |
ঘর ভেঙেছে হাতি। বুধবার তোলা নিজস্ব চিত্র। |
স্থানীয় বাসিন্দাদের অনুমান, পাকা কাঁঠালের গন্ধে রাতে একটি হাতি জঙ্গল থেকে চা বাগানের নিউ লাইন এলাকায় ঢোকে। সদু লহারের টিনের চালা ঘর ভেঙে গুড়িয়ে দেয়। পরিবার নিয়ে পালাতে গিয়ে সদু পড়ে যান। ওই শ্রমিককে শুঁড়ে তুলে ছুঁড়ে ফেলে দেয়। এর পরে বাংরু রায় নামে এক শ্রমিকের দরমার চালা ঘর ভাঙে। |
কাজিরাঙাকে নৌকা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বন্যা পরিস্থিতিতে কাজিরাঙায় টহলদারি এবং পশুদের উদ্ধারে বনকর্মীদের ৩৫টি নৌকা দেওয়া হল। জাতীয় উদ্যানের কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের বন্যায় জঙ্গলে প্রায় সাতশো জীবজন্তুর মৃত্যু হয়েছিল। অরণ্যে জলে ভরে যাওয়ায় হরিণদের উদ্ধার করা যায়নি। গন্ডারগুলির উপরও নজর রাখা যায়নি। |
|