টুকরো খবর
সালেপুরে সিপিআই রাজ্য নেতৃত্ব
নেত্রীর কাছে নালিশ।—নিজস্ব চিত্র।
বুধবার আরামবাগের সালেপুরে আসে সিপিআইয়ের রাজ্য মহিলা সমিতির রাজ্য সম্পাদক শ্যামশ্রী দাসের নেতৃত্বে একটি দল। সোমবার ভোটের দিন সিপিআই এজেন্টদের উপরে তৃণমূলের হামলার অভিযোগে এই এলাকায় বঁটি-লাঠি হাতে পথে নামেন সিপিআই পরিবারের মহিলা সদস্যেরা। দলের রাজ্য নেতৃত্বের কাছে তাঁরা জানান, তৃণমূলের লোকজন হুমকি দিচ্ছে নানা ভাবে। কটূক্তি করছে। শ্যামশ্রীদেবী জানান, সমস্ত বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবেন। মানবাধিকার কমিশন ও রাজ্যপালের কাছেও যাওয়া হবে। হুগলির ১৬০টি বুথের সঙ্গে সালেপুরের রামনগর অবিনাশ উচ্চ বিদ্যালয়ের বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন সিপিআই নেতৃত্ব।

আইন বাঁচিয়ে অটোর মিছিল
মোটরবাইক নিয়ে মিছিলে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ত্রিচক্রী যান-এ তো নয়! আর তাই আইন বাঁচিয়েই এ বার অটো নিয়ে প্রচারে নামলেন বালি সাঁপুইপাড়া-বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মী-সমর্থকেরা। বুধবার সকাল ১০টায় বালির আনন্দনগর অটো স্ট্যান্ড থেকে ২৪টি অটো নিয়ে একটি র্যালি বের হয়। দলীয় ঝান্ডায় মোড়া সেই অটো নিয়ে টানা দু’ঘণ্টা শান্তিনগর, সাঁপুইপাড়া, পিএন কলোনির মতো প্রায় ৭ কিলোমিটার এলাকা ঘুরে বেড়ান কর্মীরা। এই অটো র্যালিতে বালি গ্রামাঞ্চল অটো ইউনিয়নের সদস্যেরাও সামিল হয়েছিলেন। প্রচারের শেষ দিনে অভিনব প্রচার সেরে অটোতে বসেই জিড়িয়ে নিচ্ছিলেন সাঁপুইপাড়া-বসুকাঠি পঞ্চায়েতের প্রার্থী বাবু মণ্ডল। তিনি নিজেই আবার এই অটো র্যালির অয়োজক। কাঁধে ফেলা তোয়ালে দিয়ে কপালের ঘাম মুছে বললেন, “নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই কাজ করেছি। তাই কেউ কিছু আর বলতে পারবে না।”

দিশমের অবরোধ জাঙ্গিপাড়ায়
গ্রেফতার হওয়া দলীয় নেতাকে অনৈতিক ভাবে গ্রেফতারের প্রতিবাদে পথ অবরোধ করল ঝাড়খণ্ড দিশম পার্টি। বুধবার ভোরে জাঙ্গিপাড়ার রসপুরে ওই অবরোধ হয়। পুলিশ জানায়, মঙ্গলবার ওই এলাকায় একটি গোলমালে দিশমের জাঙ্গিপাড়া ব্লক সভাপতি প্রদীপ ভূমিচের নাম জড়ায়। এক যুবককে মারধরের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ওই নেতাকে গ্রেফতার হন। এ দিন শ্রীরামপুর-জাঙ্গিপাড়া রুটে অবরোধ হয়।

বালিতে হার ছিনতাই
স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক শিক্ষিকার হার ছিনতাই করে পালাল এক যুবক। বুধবার দুপুরে, বালির বাদামতলায়। স্থানীয় বাসিন্দা মিলি সাহার অভিযোগ, এক যুবক পিছন থেকে এসে তাঁর হারটি ছিনতাই করে মোটরবাইক নিয়ে জি টি রোডের দিকে পালায়। তাঁর চিৎকারে স্থানীয় এক দুধ বিক্রেতা ওই যুবককে তাড়া করেন। তবে তাকে ধরা যায়নি। পুলিশ তদন্ত করছে।

মহা ধুমধাম
ছবি তুলেছেন দীপঙ্কর দে।
বুধবার সিঙ্গুর সরকারি মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিলেন জয়ন্ত অধিকারী। এ ভাবেই তৃণমূল কর্মী-সমর্থকদের বাইক মিছিলের পিছনে গাড়িতে বসেছিলেন তিনি। নিজস্ব ভবন তৈরি না হওয়ায় আপাতত সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়েই কলেজের প্রশাসনিক কাজকর্ম চালাবেন জয়ন্তবাবু। অফিসে ঢোকার মুখে মন্ত্রী বেচারাম মান্নার স্ত্রী (জেলা পরিষদের প্রার্থী) করবীদেবী তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.