নতুন সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল। কিন্তু প্রায় কিছুই পূরণ হয়নি। বর্তমানে ভিন্ন ছাত্র সংগঠন করার কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। আশা করি, যে দলই পঞ্চায়েত গঠন করুক, রাস্তা, ড্রেন, পানীয় জলের মতো প্রাথমিক পরিষেবাটুকু এলাকায় পৌঁছে দেবে।
গোপাল নস্কর| আন্দুল প্রভু জগবন্ধু কলেজ। দ্বিতীয় বর্ষ |
পাড়ায় কতটা কাজ হয়েছে পঞ্চায়েত ভোটে বিচার্য বিষয় সেটাই। ছাত্রদের আরও বেশি করে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ দেওয়া উচিত। তবে এটাও মনে রাখতে হবে, পদ আঁকড়ে লাভ নেই। কাজ করতে হবে।
আকাশ সাহা। আন্দুল প্রভু জগবন্ধু কলেজ। তৃতীয় বর্ষ |
নতুন সরকার কাজ করার চেষ্টা করছে। সন্ত্রাসমুক্ত পঞ্চায়েত ভোট চাই। জয়ী দলের প্রথম কাজ হওয়া উচিত, পরাজিত দলের প্রতিনিধিদের সম্মান করা। গ্রামের উন্নয়নই মূল কথা। নিজের মাটিকে জানার জন্য ছাত্র রাজনীতি করা দরকার।
টুটুন ঘোষ | ডোমজুড় আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়। তৃতীয় বর্ষ |
এলাকার গরিব ছাত্রছাত্রীদের পাশে গ্রাম পঞ্চায়েতকে সক্রিয় ভাবে দাঁড়াতে হবে। শিক্ষা আমাদের অধিকার। সুযোগ পেলে মানুষের সেবা করতে চাই। তবে, সাম্প্রতিক সময়ে অনেক ছোট ঘটনাকে খুব বড় করে দেখানো হচ্ছে। সমাজ জীবনে যেটা খারাপ প্রভাব ফেলছে।
আমিরুল ইসলাম মোল্লা | আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়। দ্বিতীয় বর্ষ |
|
|
রিপোর্ট কার্ড
|
|
নজরে তিন জেলা পরিষদ
তৃতীয় দফার ভোট: ১৯ জুলাই |
২০১২-১৩ সালের হিসেব |
হাওড়া |
উঃ ২৪ পরগনা |
দঃ ২৪ পরগনা |
জেনারেল বডির কতগুলি বৈঠক হয়েছে?
(নিয়ম বছরে ৪টি) |
৪ |
০ |
৪ |
ভিজিল্যান্স অ্যান্ড মনিটরিং
কমিটির কতগুলি বৈঠক
(নিয়ম বছরে ৪টি) |
৪ |
৩ |
৪
|
বাজেট সময় মতো
পেশ হয়েছে কি? |
হ্যাঁ |
হ্যাঁ |
হ্যাঁ |
জেলা সংসদের কতগুলি সভা হয়েছে
(নিয়ম বছরে ২টি) |
১ |
০ |
২ |
জেলা পরিষদের দায়িত্বে কত
রাস্তা আছে, তার তালিকা আছে কি? |
আছে |
না |
আছে |
কত রাস্তা সারানো দরকার? |
৩০% |
তথ্য নেই |
৪০% |
অভিযোগ রেজিস্টার
নিয়মিত পর্যালোচনা হয়? |
নেই |
হ্যাঁ |
হ্যাঁ |
অডিট রিপোর্ট সাধারণ
সভায় পেশ হয়েছে কি? |
হ্যাঁ |
না |
হ্যাঁ |
মোট বরাদ্দ টাকার কত শতাংশ খরচ হয়েছে? |
২০১২-১৩
|
৭৪ |
৬৭ |
৭৮ |
২০১১-১২
|
৬৬ |
৭৬ |
৭৫ |
২০১০-১১ |
৭৩ |
৭৬ |
৭৫ |
|