|
|
|
|
সঙ্ঘেও মোদীর জনপ্রিয়তা বাড়াতে উদ্যোগী ভাগবত |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
আগামিকাল বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রচার কমিটির রূপরেখা চূড়ান্ত হওয়ার কথা। দিল্লিতে পৌঁছে গিয়েছেন মোদী। গভীর রাত পর্যন্ত তিনি দলের সভাপতি রাজনাথ সিংহের বাড়িতে বৈঠক করেন। সেই বৈঠকে সঙ্ঘ ও বিজেপির মধ্যে যোগসূত্রকারী নেতা রামলালও উপস্থিত ছিলেন। পরে সেই বৈঠকে যোগ দেন অরুণ জেটলিও। তাৎপর্যপূর্ণ ভাবে এই বৈঠকের সময় দিল্লিতে সশরীরে হাজির থাকতে নিতিন গডকড়ীর সঙ্গে নাগপুর থেকে দিল্লি উড়ে এলেন মোহন ভাগবত।
লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে বৈঠকে ভাগবত স্পষ্ট করে দিয়েছেন, লোকসভা ভোটের আগে মোদীর নাম প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হবে না। কিন্তু দলের সিংহভাগ কর্মী ও নেতা চাইছেন এই ঘোষণা করা হোক। বিজেপি সূত্র বলছে, আপাতত মোদীর নেতৃত্বে প্রচার কমিটির অধীনে বিভিন্ন সাব-কমিটি কাল ঘোষণা হতে পারে। সেখানে দলের সাধারণ সম্পাদকদেরও দায়িত্ব বণ্টন করা হতে পারে। একই সঙ্গে রাজনাথ সিংহ এক একটি রাজ্যের দায়িত্ব তুলে দিতে পারেন এক এক জন শীর্ষ নেতার হাতে। |
|
এর মধ্যে সুষমা স্বরাজ, অরুণ জেটলির মতো নেতারাও থাকতে পারেন। সঙ্ঘ-সূত্রের মতে, মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা নিয়ে চাপ রয়েছে নিচু তলায়। কিন্তু আডবাণীদের না নিয়ে তেমন সিদ্ধান্ত নিতে চায় না দল। খোদ মোদীও কাল পুরীতে জানান, প্রধানমন্ত্রী প্রার্থী নিয়ে না ভেবে কর্মী ও সমর্থকদের লক্ষ্য দেওয়া উচিত বিজেপিকে ক্ষমতায় আনা। তবে সঙ্ঘ নেতৃত্ব একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন, ঘোষণা হোক বা না হোক, মোদীই এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় নেতা। তাঁকে সামনে রেখেই ভোট করা হবে। সম্প্রতি অমরাবতীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সঙ্ঘ-কর্মীদেরও মোদীর নামে ভোট ময়দানে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। যে সব সঙ্ঘ নেতার সঙ্গে মোদীর বিবাদ, সে সবও মেটাতে উদ্যোগী হয়েছেন ভাগবত। আরএসএস নেতা সঞ্জয় জোশী, বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়ার সঙ্গে মোদীর বিবাদ সুবিদিত। সঞ্জয় জোশী বিজেপির কর্মসমিতি থেকে পদত্যাগ করলে তবেই মুম্বইয়ের কর্মসমিতির বৈঠকে আসতে রাজি হয়েছিলেন মোদী। ভাগবত চাইছেন, মোদীও তাঁদের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে এগিয়ে আসুন। যাতে মোদীর নামে তাঁরাও ভোট সংগ্রহে নেমে পড়েন। কিন্তু সঙ্ঘ নেতৃত্বের বক্তব্য, সাংগঠনিক ক্ষমতা থাকায় এই নেতাদের অগ্রাহ্য করা উচিত নয়। ঠিক যেমন সংসদীয় বোর্ডের বৈঠকে আডবাণীর পাশে মোদীকে বসিয়ে ঐক্যের ছবি দেখাতে চান ভাগবত, ঠিক তেমনই সঙ্ঘের মধ্যেও মোদী ও তাঁর বিরোধীদের বিবাদ মেটাতে চান সরসঙ্ঘচালক।
|
পুরনো খবর: প্রধানমন্ত্রী পদে তুলে ধরা হচ্ছে না মোদীকে |
|
|
|
|
|