ভাড়া না বাড়িয়ে শুধু রেললাইন সম্প্রসারণ করলে পরিকাঠামোর যে কী হাল হয়, সেটাই বারবার প্রমাণ হয়ে যাচ্ছে রোজকার মেট্রো চলাচলে। তাদের যে আয়ু ফুরিয়েছে, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মেট্রোর কামরাগুলিও। রোজই নানা যান্ত্রিক ত্রুটিতে মাঝপথে আটকে যাচ্ছে মেট্রো। নাকাল হচ্ছেন যাত্রীরা। বুধবারও বিগড়ে যায় একটি এসি মেট্রো। রেলের একাংশের বক্তব্য, বারবার এমন ঘটনা ঘটলেও মেট্রো বা রেল বোর্ডের কর্তাদের বিষয়টি নিয়ে হেলদোল নেই।
মেট্রো সূত্রে খবর, এ দিন বেলা বারোটা নাগাদ কালীঘাট স্টেশনে দমদমগামী একটি এসি রেকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মেট্রোর ইঞ্জিনিয়াররা চেষ্টা করেও ওই যান্ত্রিক ত্রুটি মেরামত করতে পারেননি। ফলে ওই স্টেশনে যাত্রীদের নামিয়ে রেকটিকে পাঠিয়ে দেওয়া হয় নোয়াপাড়ায়। মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে ১৭ মিনিট মেট্রোর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। খারাপ রেকটিকে পরে নোয়াপাড়া কারশেডে নিয়ে যাওয়া হয়েছে।” দমদমগামী আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রী ভোগান্তি চরমে ওঠে। বিভিন্ন স্টেশনেও বহুক্ষণ করে দাঁড়িয়ে থাকে বিভিন্ন রেক। ফলে ডাউন লাইনেও ওই সময়ে ট্রেন ঠিক মতো চলছিল না বলে অভিযোগ। প্রায় আধ ঘণ্টা পরে আবার মেট্রো চলাচল স্বাভাবিক হয়। |
কেন রোজ রোজ যান্ত্রিক ত্রুটিতে ভুগছে মেট্রো? রেলকর্তাদের একাংশ বলছেন, দীর্ঘদিন ধরে চলার ফলে মেট্রোর রেকগুলির আয়ু শেষ হয়ে গিয়েছে। খামতি রয়েছে মেরামতিতেও। তার উপরে যাত্রাপথ বেড়ে যাওয়ায় প্রায় বাতিল হয়ে যাওয়া রেকগুলির উপরে আরও চাপ পড়ছে। তাই নিত্যদিন বিগড়ে যাচ্ছে সেগুলি। মেট্রোর ইঞ্জিনিয়ারদের যুক্তি, চাহিদার তুলনায় কম রেক থাকায় নিয়মিত রক্ষণাবেক্ষণের সুযোগ মিলছে না। সে ক্ষেত্রে নতুন রেক না আসা পর্যন্ত পরিষেবায় গতি আসবে না। আর নতুন রেক আসতে আবার টাকার প্রয়োজন। এই প্রসঙ্গেই ফের ভাড়া বৃদ্ধির কথা উঠে এসেছে রেলের অন্দরে।
রেল সূত্রের খবর, রেলের কোষাগারের অবস্থা এখন তলানিতে টেকেছে। খরচ চালাতে দিতে হচ্ছে ভর্তুকি। কিন্তু তাতে যে লাভ হবে না, তা পরিষ্কার হয়ে গিয়েছে এক মেট্রোকর্তার মন্তব্যেই। তিনি বলেন, “ভাড়া না বাড়িয়ে ভর্তুকি দিয়ে চালালে এমন অবস্থা চলতেই থাকবে।” পাশাপাশি, রেলের কর্তাদের অভিযোগ, টাকা না থাকলেও নতুন নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। ‘রাজনৈতিক স্বার্থে’ তড়িঘড়ি বাস্তবায়িত করা হচ্ছে অনেক প্রকল্প। তাতেই আরও দুর্ভোগ বাড়ছে বলে তাঁদের অভিযোগ। রেলের কর্তারা বলছেন, পরিকল্পনা ও আয়ের সঙ্গে সঙ্গতিহীন ভাবে পরিকাঠামো বাড়ালে পরিষেবার অবনতি হবেই। যদিও রেলের শীর্ষ কর্তারা এ বিষয়ে উদাসীন বলেই রেলের অফিসারদের একাংশের দাবি। তবে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী বলেন, “মেট্রোর পরিষেবা নিয়ে জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলব।”
যদিও রেলবোর্ডের এক কর্তার বক্তব্য, রেলের শীর্ষ আমলারা এই পরিষেবার অবনতির বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল। কিন্তু মেট্রোর ভাড়া বাড়ানো নিয়ে রাজনৈতিক স্বার্থ দেখার ফলেই আমলারা কোনও পদক্ষেপ করতে পারছেন না। আর মুখ খুবড়ে পড়ছে মেট্রো পরিষেবা।
মেট্রোয় ‘শ্লীলতাহানি’। মেট্রোয় এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে বুধবার এক ব্যক্তিকে গ্রেফতার হলেন। পুলিশ জানায়, অভিযুক্তের নাম রাজেশ ঠক্কর (৫৫)। পুলিশ সূত্রের খবর, এ দিন দুপুর ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট স্টেশনে। পার্ক স্ট্রিট যাওয়ার উদ্দেশ্যে বছর এগারোর ভাইঝিকে নিয়ে দমদম থেকে ট্রেনে ওঠেন এক ব্যক্তি। ট্রেন পার্ক স্ট্রিট স্টেশনে ঢোকার সময়ে ওই যাত্রী মেয়েটির শ্লীলতাহানি করে বলে অভিযোগ। কিশোরীটি ভয়ে চিৎকার করে উঠলে ট্রেনের অন্যান্য যাত্রীরা ওই ব্যক্তিকে ধরে ফেলেন। তাঁরাই স্টেশনে থাকা আরপিএফের হাতে অভিযুক্তকে তুলে দেন। পরে শেক্সপিয়র থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। |