|
|
|
|
|
|
টুকরো খবর |
আইএনজি লাইফের নয়া জীবন বিমা
বাজারে নতুন জীবন বিমা প্রকল্প এনেছে আইএনজি লাইফ ইনশিওরেন্স। সংস্থার দাবি, ‘আইএনজি গোল্ডেন রিটায়ারমেন্ট প্ল্যান’ নামের এই প্রকল্পে প্রতি বছর বিশেষ হারে সুদ জমা পড়বে। যা প্রকল্পের আর্থিক ফলাফলের উপর নির্ভর করবে। এই সুদ গ্রাহকের ইন্ডিভিজুয়াল পেনশন অ্যাকাউন্ট (আইপিএ)-এ জমা পড়বে। প্রথম পাঁচ বছর ন্যূনতম ৫% হারে এই সুদ পাওয়া যাবে বলেও সংস্থার দাবি। এ ছাড়াও, রয়েছে নিজের পছন্দ মতো প্রিমিয়াম বাছার সুবিধা ও টপ আপ- এর সুবিধা। যা দেওয়া যাবে মাসিক বা বার্ষিক কিস্তিতে। প্রকল্পটিতে রয়েছে করছাড়ের সুযোগও।
ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ক্রেডিট কার্ড
এই প্রথম আমেরিকান এক্সপ্রেসের সঙ্গে যৌথ উদ্যোগে ক্রেডিট কার্ড বাজারে আনল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। আমেরিকান এক্সপ্রেসের নেটওয়ার্ক জুড়ে এই আইকনিয়া কার্ডটি ব্যবহার করা যাবে। সপ্তাহের প্রতি দিনই কেনাকাটার উপর মিলবে পয়েন্ট। সপ্তাহান্তে যার পরিমাণ আরও বেশি। এই পয়েন্ট ব্যবহার করে টাকা পেতে পারবেন গ্রাহক। পাশাপাশি, এই পয়েন্টের সাহায্যে বিমানযাত্রাতেও সুবিধা পাওয়া যাবে। এ ছাড়াও রয়েছে অন্যান্য সুযোগ।
নতুন মিউচুয়াল ফান্ড
বাজারে নতুন প্রকল্প ‘অ্যাক্সিস হাইব্রিড ফান্ড-সিরিজ ৫’ আনল অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড। সংস্থাটির দাবি, নয়া এই প্রকল্পটিতে লগ্নি করা অর্থের মধ্যে কিছুটা শেয়ার এবং শেয়ার বাজার নির্ভর পণ্যে লগ্নি করবে তারা। কিন্তু তার বেশিরভাগটাই হবে নিয়মিত আয় মেলে এমন ঋণপত্র নির্ভর পণ্যে। প্রকল্পটি ক্লোজ এন্ডেড। ন্যূনতম লগ্নি হতে হবে ৫,০০০ টাকা। আর প্রকল্পে লগ্নির শেষ দিন ১৯ জুলাই।
ভারতী এএক্সএ-র বিমা
প্রয়োজন হলে যাতে গ্রাহক মেয়াদ শেষের আগেই বিমার টাকা ফেরত নিতে পারেন, সে জন্য একটি নয়া এনডাওমেন্ট বিমা প্রকল্প আনল ভারতী এএক্সএ লাইফ। সংস্থার দাবি, ‘ফ্লেক্সি সেভ’ প্রকল্পটিতে বিমার মেয়াদের শেষ ১০ বছরের মধ্যে যে কোনও সময়ে গ্রাহক টাকা তুলে নিতে পারবেন। তার আগে নয়। সে ক্ষেত্রে বোনাস-সহ বিমা মূল্যের পুরো অর্থই মিলবে। মেয়াদের মধ্যে গ্রাহকের মৃত্যু হলে বিমা মূল্য বা যত প্রিমিয়াম দেওয়া হয়েছে, তার ১০৫% অথবা বার্ষিক প্রিমিয়ামের গুণিতক (যেটা বেশি হবে) পাবেন তাঁর নমিনি। |
|
|
|
|
|