তৃণমূল নেতা খুন, ধৃত চার
নিজস্ব সংবাদদাতা • কাঁকরতলা |
তৃণমূল নেতা দিলীপ ঘোষ খুনে জড়িত সন্দেহে চার জনকে বিহারের মধুপুর থেকে গ্রেফতার করল বীরভূম জেলা পুলিশের একটি দল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা হল লক্ষ্মীকান্ত মণ্ডল, উৎপল মণ্ডল, পূর্ণচন্দ্র মণ্ডল ও কানাই ঘোষ। বীরভূমের প্রত্যেকেই কাঁকরতলা থানা এলাকার পলপাই গ্রামের বাসিন্দা এবং ওই খুনের দিন থেকেই গ্রামছাড়া ছিল সকলেই। গত ৪ জুলাই হজরতপুরে দলীয় কার্যালয় থেকে বৈঠক সেরে পলপাই গ্রামে নিজের বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছিলেন ওই তৃণমূল নেতা। বীরভূম জেলা পুলিশ সুপার মুরলীধর শর্মা জানিয়েছেন, বুধবার রাতেই ধৃতদের বীরভূমে আনা হচ্ছে। আজ, বৃহস্পতিবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে আদালতে হাজির করানো হবে।
পুরনো খবর: সভা সেরে বাড়ি ফেরার পথে খুন তৃণমূল নেতা
|
বিবাদে খুন
নিজস্ব সংবাদদাতা • কাঁকরতলা |
পারিবারিক বিবাদের জেরে খুন হলেন বছর ৪৮ -এর এক ব্যক্তি। নিহতের নাম বুধন রুইদাস। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে কাঁকরতলা থানার বাবুইজোড় পঞ্চায়েতের বেলঘরিয়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন সকাল থেকে মদ্যপ অবস্থায় ছিলেন বুধনবাবু। তা নিয়ে অশান্তি চলছিল। রাতে তা চরমে পৌঁছয়। আত্মীয়েরা তাঁকে মারধর করেন বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ১২ জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। |