রাত পোহালেই পঞ্চায়েত ভোট। গাঁ-গঞ্জের ছাত্র-যুবরা ঠিক কী ভাবে দেখছেন এই নির্বাচন? আগের সরকার কতটা উন্নয়ন করেছে? ভবিষ্যতে তাঁরা নিজেরা কি প্রার্থী হতে চান?
তারই খোঁজে
নানুর খুজুটিপাড়া চণ্ডীদাস মহাবিদ্যালয়ে আনন্দবাজারের প্রতিনিধি। |
|
আগের যে কোনও নির্বাচন মানেই ছিল খুনোখুনি, গোলাগুলি। এ বার সেই পরিবেশ আর নেই। প্রার্থী হতে চাই। আগের সরকারের সময়ে এলাকার উন্নয়নের চাইতে দল ও দলীয় কর্মী-সমর্থকের উন্নতি বেশি চোখে পড়েছে।
সঙ্কেত ঘোষ, সাধারণ সম্পাদক, ছাত্র সংসদ (টিএমসিপি) |
পঞ্চায়েত ভোটে থমথমে পরিবেশটা নেই। ভোট আসছে বা হচ্ছে, মনেই হচ্ছে না। প্রার্থী হতে চাই। আগের সরকারের আমলে যা উন্নয়ন করেছে, এ বার আড়াই বছরে তা ছাপিয়ে গিয়েছে। ক্যাম্পাসের রাজনীতি হোক ছাত্রছাত্রীদের উন্নয়নের স্বার্থে।
গণেশ দাস, তৃতীয় বর্ষের ছাত্র |
নির্বাচনের আগেই অধিকাংশ জায়গায় এক তরফা ভাবে তৃণমূলে প্রার্থীরা জিতে যাওয়ায়, ভোটের সেই তাপ-উত্তাপ নেই। সুযোগ পেলে ভোটে দাঁড়াব। কিছু কিছু ক্ষেত্রে উন্নয়ন হলেও, সামগ্রিক সমাজ কল্যাণের কাজে তা লাগেনি।
দুধেশ্বর সর্দার, দ্বিতীয় বর্ষের ছাত্র |
আগে নির্বাচন এলেই একটা ভয় ভয় বা আতঙ্কের পরিবেশ বিরাজ করত। এ বারের নির্বাচনে তা উধাও। প্রস্তাব এলে ভোটে লড়তে চাই। ক্যাম্পাসের রাজনীতি ছাত্রছাত্রীদের মঙ্গলের জন্যই বাঞ্ছনীয়।
সুফিয়া খাতুন, প্রথম বর্ষের ছাত্রী |
তথ্য: অর্ঘ্য ঘোষ। ছবি: সোমনাথ মুস্তাফি। |
|