আজ, বৃহস্পতিবার ফের ভোট গ্রহণ হবে জেলার ২৩টি কেন্দ্রে। গতকাল জেলা প্রশাসন সূত্রে ২১টি বুথে পুনর্নির্বাচনের কথা বলা হলেও তালিকায় মঙ্গলকোটের ৭২ নম্বর ও পাণ্ডবেশ্বরের ১২ নম্বর বুথ যোগ হয়েছে বলে জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা জানিয়েছেন। তিনি বলেন, “সকাল সাতটা থেকে ত্রিস্তর পঞ্চায়েতের জন্য ওই ২৩টি বুথে ভোট গ্রহণ চলবে। সমস্ত রাজনৈতিক দলকে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “যে সমস্ত বুথে ভোট গ্রহণে সামান্যতম বিচ্যুতি ঘটেছে, প্রতিটিতেই নতুন করে ভোট নেওয়া হচ্ছে। এই ২৩টি ঘটনারই এফআইআর করানো হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই পুলিশকে তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।” এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জাও এ দিন ভোট নিয়ে একটি বৈঠক করেছেন। এই ২৩টি বুথের ভোট গ্রহণ পর্বে কেন্দ্রীয় বাহিনী থাকছে না। জেলাশাসক জানিয়েছেন, প্রতিটি বুথে ৯ জন করে জেলা পুলিশের সশস্ত্র কর্মী মোতায়েন করা হবে। বুথ এলাকাতেও মোতায়েন থাকবে প্রচুর পুলিশ।
জেলা প্রশাসন সূত্রের খবর, কাটোয়া ২ ব্লকের ৯৫ নম্বর বুথে প্রথম পোলিং অফিসারের অসাবধানতায় বেশ কিছু ব্যালট পেপারের কাউন্টার ফয়েল ব্যালট বাক্সে ঢুকে যায়। অভিযোগ, প্রিসাইডিং অফিসার ব্যালট পেপারের এই কাউন্টার ফয়েল যে ব্যালট বাক্সে ঢোকানো হবে না এই ব্যাপারে প্রথম পোলিং অফিসারকে কিছু বলেননি। কমিশনের কাছে ওই পোলিং অফিসারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জেলা প্রশাসন। বারাবনির পানুড়িয়া পঞ্চায়েতের বাঁশপাহাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ৬ নম্বর বুথেও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ ওঠে। পরে প্রশাসনের হস্তক্ষেপে ভোট নেওয়া বন্ধ হয়ে যায়। প্রশাসন সূত্রে খবর, আজ ভোটার ছাড়া কাউকেই ওই কেন্দ্রের একশো মিটারের মধ্যে ঢুকতে দেওয়া হবে না। মহকুমাশাসক অমিতাভ দাস জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ করা হয়েছে। জামুড়িয়ার ৩৬, ডাহুকা এফ পি স্কুলের একটি বুথেও প্রিসাইডিং অফিসারকে নিগ্রহের অভিযোগে ভোট বন্ধ হয়ে যায়। |