|
|
|
|
টুকরো খবর |
লোডশেডিং, রেলশহরে পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
টানা লোডশেডিংয়ের প্রতিবাদে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার দুপুরে খড়্গপুর শহরের কৌশল্যায় অবরোধ হয়। এক ঘন্টারও বেশি সময় ধরে এই কর্মসূচি চলে। ফলে, পথচলতি মানুষ দুর্ভোগে পড়েন। বহু বাস- লরি আটকে যায়। স্থানীয়দের অবশ্য বক্তব্য, বাধ্য হয়ে তাঁরা পথ অবরোধ করেন। সোমবার ভোর সাড়ে চারটে থেকে বিদ্যুৎ ছিল না কৌশল্যা, সাঁজোয়াল, মিরপুর, ঝাপেটাপুর ও তার আশপাশে। ভোর থেকে টানা লোডশেডিং চলতে থাকে। দুপুর দু’টো নাগাদ বিদ্যুৎ আসে। এরফলে, এলাকার প্রচুর মানুষ সমস্যায় পড়েন। পানীয় জলের সমস্যা দেখা দেয়। কারণ, বিদ্যুৎ না- থাকায় পাম্প চালিয়ে জল তোলা যায়নি। একদিকে যেমন পুরসভা জল তুলতে পারেনি। অন্যদিকে তেমন বাসিন্দারাও পাম্প চালিয়ে জল তুলতে পারেননি। সকাল থেকে জল সরবরাহ ব্যাহত হয়। স্থানীয় কাউন্সিলর বেলারানি অধিকারীর কথায়, “এক- দু’দিন হয় ঠিক আছে। তিন- চার মাস ধরে প্রতিনিয়ত এই সমস্যা চলছে। দীর্ঘক্ষন ধরে বিদ্যুৎ থাকছে না। টানা লোডশেডিংয়ের ফলে পাম্প চালানো যায়নি। ফলে, বাড়িতে বাড়িতে জল সরবরাহও ব্যাহত হয়।” কেন এই পরিস্থিতি? বিদ্যুৎ দফতরের খড়্গপুর ডিভিশনাল ইঞ্জিনিয়র শ্যামল হাজরার বক্তব্য, “হিজলি সাব- স্টেশনে যান্ত্রিক ত্রুটি হয়েছিল। তাই বিদ্যুৎ সরবরাহ কিছুটা ব্যাহত হয়। পরে তা মেরামত করা হয়েছে। এখন পরিস্থিতি ঠিক আছে।”
|
গোলমাল পশ্চিমেও
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নির্বাচনের পর থেকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছেই। সোমবার দুপুরে শালবনি থানার মাঝিপাড়ায় এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। তৃণমূলের বক্তব্য, সিপিএমের লোকজন হামলা করে। বাড়িতে ঢুকে রান্না করা খাবার নষ্ট করে। অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম। তাদের বক্তব্য, দলের কেউ এমন ঘটনার সঙ্গে যুক্ত নন। মাঝিপাড়ায় বাড়ি স্বপন ধাড়ার তিনি তৃণমূল কর্মী। দলের ব্লক সভাপতি নেপাল সিংহ বলেন, “সিপিএমের লোকেরা হামলা করে। রবিবারও হামলা হয়।” অন্যদিকে, শালবনি থানার পাথরি এলাকায় আবার তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টির অভিযোগ উঠেছে। নির্বাচনের পর থেকে এই এলাকার সিপিএম কর্মী- সমর্থকদের নানা ভাবে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। পাথরিতে বাড়ি সনাতন মাহাতোর। তিনি সিপিএম কর্মী। গ্রাম পঞ্চায়েতে প্রার্থীও হন। রবিবার রাতে তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। সিপিএমের বক্তব্য, তৃণমূলের লোকজন এ ভাবে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
|
দাবি ফর্মের দাম না বাড়ানোর
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্নাতকোত্তরের ক্ষেত্রে অনলাইনে ভর্তির ফর্মের দাম বৃদ্ধি না-করা, বিশ্ববিদ্যালয়ের কাউন্টার থেকে ফর্ম বিলির ব্যবস্থা করা সহ বেশ কিছু দাবিতে সোমবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন দিল ছাত্র সংগঠন ডিএসও। দাবিগুলো খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দেন কর্তৃপক্ষ। |
|
|
|
|
|