|
|
|
|
এ বার মোদী বিপণনে উদ্যোগী বিজেপি
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ছোট-বড় পর্দার তারকাদের মতো নরেন্দ্র মোদীকেও বিপণন করতে শুরু করল বিজেপি।
বিজেপি যুবমোর্চার প্রধান অনুরাগ ঠাকুর জানিয়েছেন, লোকসভা ভোটের আগে এক কোটি যুবককে দলে সামিল করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তিনি। আর এই অল্প সময়ে সেই লক্ষ্যে পৌঁছনোর মন্ত্র কী? প্রথম যে পাঁচশো জন সবচেয়ে বেশি সদস্য বিজেপিতে সামিল করাতে পারবেন, তাঁদের জন্য বিশেষ পুরস্কার। নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ।
শুধু তাই নয়, মোদী দলকে সোশ্যাল মিডিয়ায় ঢালাও প্রচার করার দাওয়াই দিয়েছেন। কারণ, দেশের যুব সম্প্রদায় এই মিডিয়ায় মত্ত। তাই লোকসভা নির্বাচনের প্রচার সংক্রান্ত ভাল প্রস্তাব যিনি দিতে পারবেন, তাঁদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে কুড়ি জনকে। তাঁদের ভাগ্যেও জুটবে বিশেষ পুরস্কার। মোদীর সাক্ষাৎ।
ভোটের আগে মোদীকে পণ্য করে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপি। এখানেই থেমে থাকতে চাইছে না দল। আগামী মাসে হায়দরাবাদে এক যুবকদের সম্মেলনে বক্তৃতা দেবেন মোদী। সেই জনসভায় ঢুকতে গেলে সকলকে ৫ টাকা করে প্রবেশমূল্য দিতে হবে। সভাস্থলে ত্রিশ হাজার মানুষের জায়গা হলেও লক্ষাধিক মানুষ আসবেন বলে মনে করছে বিজেপি। এই প্রবেশমূল্য সংগ্রহের পিছনে ভিন্ন কারণ দেখাচ্ছেন বিজেপি নেতারা। তাঁরা জানিয়েছেন, এই অর্থ খরচ হবে উত্তরাখণ্ডে ত্রাণের কাজে।
বিজেপি-র এক নেতার বক্তব্য, “মোদী এমনিতেই এখন একটি ব্র্যান্ড হয়ে উঠেছেন। এর আগেও মোদী মুখোশ, মোদী টি-সার্ট, মোদী টুপি নানা সময়ে ব্যবহার হয়েছে।” এখন যুব সম্প্রদায়ের মধ্যেও মোদীর প্রবল আকর্ষণ রয়েছে। তাকেই এ বার সুকৌশলে কাজে লাগানো হচ্ছে। মোদীকে এখনও প্রধানমন্ত্রী প্রার্থী করা হোক বা না হোক, তিনিই দলের মুখ। এই বিষয়ে কারও মনে কোনও সন্দেহ নেই। সোস্যাল মিডিয়ায় মোদীর নামেই জয়জয়কার। ফলে যুব সম্প্রদায়কে ভোট যুদ্ধে টেনে আনার চেষ্টা করা হচ্ছে।
হায়দরাবাদের সভায় প্রবেশমূল্যের মতো কৌশল অন্য ক্ষেত্রেও নিয়েছে বিজেপি। গুজরাতে সর্দার সরোবর বাঁধের উল্টো দিকে মোদী বল্লভভাই পটেলের একটি বিশালাকার মূর্তি গড়তে চাইছেন। এই মূর্তিটি স্ট্যাচু অফ লিবার্টির উচ্চতার দ্বিগুণ হবে। সেই মূর্তি নির্মাণের জন্যও মোদী গোটা দেশে অভিযান শুরু করছেন। দেশের প্রায় পাঁচ লক্ষ গ্রামের কৃষকের কাছ থেকে অল্প অল্প লোহা সংগ্রহ করে তিনি এই মূর্তি বানাবেন। দলকে সংগঠিত করার পাশাপাশি এটি ভোটব্যাঙ্ক বাড়ানোরও কৌশল। |
|
|
|
|
|