গদর পার্টির শতবর্ষ পূর্তির অবসরে শব্দ-বিজ্ঞানী অমরগোপাল বোসকে স্মরণ করলেন রাজ্যসভার সাংসদ এবং সিপিএমের পলিটব্যুরোর সদস্য সীতারাম ইয়েচুরি। লন্ডনের পরে এ বার গদর স্মারক ফাউন্ডেশনের তরফে গদর পার্টির শতবর্ষ অনুষ্ঠান উপলক্ষে ইয়েচুরি আমন্ত্রিত সান ফ্রান্সিসকোয়। আমেরিকাতেই বোস প্রয়াত হওয়ার দু’দিনের মাথায় সান ফ্রান্সিসকোর শতবার্ষিকী সভায় ইয়েচুরি বলেন, অমরের বাবা ননীগোপাল বোস আমেরিকায় এসে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গদরের কর্মী হিসাবে কাজ করেছিলেন। তা কংগ্রেস স্বরাজের ডাক দেওয়ার আগের ঘটনা। ইয়েচুরির কথায়, “বাবার দৌলতে ছোট বেলায় দেখা গোপন সব বৈঠক অমরের মনে গভীর প্রভাব ফেলেছিল।” |
চার্জে বসানো অবস্থাতেই মোবাইলে কথা বলছিলেন ‘চায়না সাদার্ন এয়ারলাইন্স’-এর কর্মচারী বছর তেইশের তরুণী মা আইলুন। হঠাত্ই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল তাঁর। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে। অ্যাপল সংস্থার আই ফোন ফাইভ-এ কথা বলছিলেন মা। যদিও ফোনের কারণেই তিনি বিদ্যুত্স্পৃষ্ট হয়েছেন কি না তা এখনও স্পষ্ট নয়। মৃতা তরুণীর বোন জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে অ্যাপল সংস্থার একটি দোকান থেকে মা ফোনটি কিনেছিলেন এবং ঘটনার সময় ওই সংস্থারই আসল চার্জারে ফোনটি চার্জ দেওয়া হচ্ছিল। আগামী মাসেই মা বিয়ে করার পরিকল্পনা করেছিলেন বলেও জানান তিনি। অ্যাপল সংস্থার এক মুখপাত্র রবিবার জানিয়েছেন, বিষয়টি নিয়ে সংস্থার পক্ষ থেকে বিশেষ তদন্ত করা হবে। |