তিন জেলার ‘পঞ্চায়েত লড়াই’ |
আজ দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে হুগলি, বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই তিনটি জেলার বিভিন্ন জায়গা থেকে গণ্ডগোলের খবর পাওয়া গেছে। আজ সকাল ৭টা নাগাদ জামুড়িয়ায় সিপিএম প্রার্থী মনোয়ারা বিবির স্বামী শেখ হাসমাদকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে এক দল দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় অভিযোগের তির উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অন্য দিকে, জামুড়িয়াতেই একটি বুথে ছাপ্পা ভোট দিতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে গণপিটুনিতে মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের নাম রাজকুমার কোরা বলে স্থানীয় সূত্রে খবর।
|
তিন জেলার বিক্ষিপ্ত কিছু ঘটনার এক ঝলক |
|
• মঙ্গলকোটে বুথের সামনে থেকে বোমা উদ্ধার, পরস্পরবিরুদ্ধ অভিযোগ সিপিএম-তৃণমূলের।
• মঙ্গলকোটের কুলসোনায় কংগ্রেসের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল।
• লাউদোহার জেমুয়ায় বুথ দখলের অভিযোগ উছল সিপিএমের বিরুদ্ধে।
• রায়নায় সিপিএম সমর্থকে মারধরের আভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
• কেতুগ্রামের ১ নম্বর ব্লকের বেরুলিতে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল। অন্য দিকে, কাতুনডাঙায় সিপিএম-তৃণমূল সংঘর্ষ।
• রায়নায় তৃণমূলের দু’দলের সংঘর্ষ, এলাকায় উত্তেজনা।
• পাণ্ডবেশ্বরে প্রহৃত সিপিএম সমর্থক, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
• জামুরিয়ায় গণপিটুনিতে মৃত এক তৃণমূল সমর্থক।
• জামুরিয়ায় সিপিএম-তৃণমূল সংঘর্ষ, এলাকায় ব্যাপক বোমাবাজি। ঘটনায় মৃত এক সিপিএম কর্মী। |
|
• আরামবাগের সালেপুরে উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
• গুড়াপে কংগ্রেস এজেন্টকে মারধরে অভযুক্ত তৃণমূল কংগ্রেস।
•
আরামবাগে সিপিআই এজেন্ট অপহৃত।
• ধনেখালিতে কংগ্রেস সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
• পোলবায় বুথ দখলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে |
|
• কাঁথিতে সিপিএম সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। |
|