টুকরো খবর |
পুর-দায়িত্বে সরকারি প্রশাসক
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
আজ থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভার দায়িত্ব যাচ্ছে সরকারি প্রশাসকের হাতে। রবিবারই আরএসপি পরিচালিত পুরবোর্ডের মেয়াদ শেষ হবে। আপাতত পুরসভা পরিচালনার দায়িত্ব প্রশাসকের কাছে যাচ্ছে বলে প্রশাসন জানিয়েছে। সদর মহকুমাশাসক সুদীপ মুখোপাধ্যায়কে পুরসভার প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে তিনি পুর কর্তৃপক্ষের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেবেন। অন্য দিকে, সময়মতো পুরভোট না করায় রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে শনিবার পুরসভার সামনে বিক্ষোভ দেখান পুরসভার বিদায়ী চেয়ারপার্সন তথা আরএসপি নেত্রী সুচেতা বিশ্বাস সহ অন্য বাম কাউন্সিলারেরা। বিদায়ী চেয়ারম্যান বলেন, “নাগরিক পরিষেবা ও উন্নয়ন থেকে জনপ্রতিনিধিদের দায়িত্ব খর্ব করে আমলাতন্ত্র কায়েম করল। রাজ্য সরকারের এ পদক্ষেপ অগণতান্ত্রিক।” দ্রুত ভোটের প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছেন বামেরা। তৃণমূল জেলা সাধারণ সম্পাদক প্রবীর রায় বলেন, “পঞ্চায়েত ভোটের জন্য সরকার পুরসভা ভোট করতে পারছে না। এত দিন বাম সরকারই রাজ্যের বিভিন্ন প্রান্তে গণতন্ত্রকে ধ্বংস করার কাজ করেছে।” সরকারি সূত্রে খবর, রাজ্যে ১৩টি পুরসভার মেয়াদ এ মাসেই শেষ হচ্ছে। সেপ্টেম্বর মাসে রাজ্যের নানা জেলায় পুরভোট হওয়ার কথা।
|
ধর্ষণ, শ্লীলতাহানির তদন্তে নামল পুলিশ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
কংগ্রেস এবং মোর্চা সমর্থকদের একে অপরের বিরুদ্ধে আনা ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগের তদন্ত শুরু করল পুলিশ। গত বৃহস্পতিবার রাতে কালচিনি ব্লকের বড় মেচিয়া বস্তিতে কংগ্রেস নেতা মোহন শর্মার নেতৃত্বে মোর্চার এক মহিলা নেত্রীর বাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ। কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে মোর্চার এক সমর্থককে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের হয়। কংগ্রেসের এক মহিলা সমর্থক পাল্টা মোর্চা সমর্থকদের নামে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ করেন। অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “দুদলের সমর্থকদের আনা অভিযোগ নিয়ে উভয়ের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের মামলা করা হয়েছে। ঘটনায় কারা যুক্ত রয়েছেন, তদন্ত করে দেখা হচ্ছে।” কালচিনি ব্লক কংগ্রেসের নেতা মোহন শর্মা বলেন, “মিথ্যে অভিযোগের বিরুদ্ধে আমরা রাজনৈতিক ভাবেই এর মোকাবিলায় নামব।” পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলনে নামার হুমকি দেন মোর্চা নেতা সুরেশ ঠাকুরি। তিনি বলেন, “দলীয় ভাবে এই বিষয়ে আলোচনা করে আন্দোলনের সিদ্ধান্ত নেব।”
|
পুরসভার দায়িত্বে সরকারি প্রশাসক
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
আজ থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভার দায়িত্ব যাচ্ছে সরকারি প্রশাসকের হাতে। রবিবারই আরএসপি পরিচালিত পুরবোর্ডের মেয়াদ শেষ হবে। আপাতত পুরসভা পরিচালনার দায়িত্ব প্রশাসকের কাছে যাচ্ছে বলে প্রশাসন জানিয়েছে। সদর মহকুমাশাসক সুদীপ মুখোপাধ্যায়কে পুরসভার প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে তিনি পুর কর্তৃপক্ষের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেবেন। অন্য দিকে, সময়মতো পুরভোট না করায় রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে শনিবার পুরসভার সামনে বিক্ষোভ দেখান পুরসভার বিদায়ী চেয়ারপার্সন তথা আরএসপি নেত্রী সুচেতা বিশ্বাস সহ অন্য বাম কাউন্সিলারেরা। বিদায়ী চেয়ারম্যান বলেন, “নাগরিক পরিষেবা ও উন্নয়ন থেকে জনপ্রতিনিধিদের দায়িত্ব খর্ব করে আমলাতন্ত্র কায়েম করল। রাজ্য সরকারের এ পদক্ষেপ অগণতান্ত্রিক।” দ্রুত ভোটের প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছেন বামেরা। তৃণমূল জেলা সাধারণ সম্পাদক প্রবীর রায় বলেন, “পঞ্চায়েত ভোটের জন্য সরকার পুরসভা ভোট করতে পারছে না। এত দিন বাম সরকারই রাজ্যের বিভিন্ন প্রান্তে গণতন্ত্রকে ধ্বংস করার কাজ করেছে।” সরকারি সূত্রে খবর, রাজ্যে ১৩টি পুরসভার মেয়াদ এ মাসেই শেষ হচ্ছে। সেপ্টেম্বর মাসে রাজ্যের নানা জেলায় পুরভোট হওয়ার কথা।
|
সন্ত্রাসের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
তৃণমূল মদতপুষ্ট দুষ্কৃতীরা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ‘নীরব সন্ত্রাস’ চালাচ্ছে বলে অভিযোগ করলেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের রাজ্য কমিটির সদস্য মানব মুখোপাধ্যায়। শনিবার কালিয়াগঞ্জ ও করণদিঘিতে দলীয় প্রার্থীদের সমর্থনে একাধিক নির্বাচনী সভায় যোগ দিতে গিয়ে ওই অভিযোগ করেন তিনি। এইমসের ধাঁচে হাসপাতাল গড়ার দাবিতে আন্দোলনের নামে নাটক করা হচ্ছে বলে নালিশ করে মানববাবুর কটাক্ষ, “জলভর্তি হাঁড়িতে মাগুর মাছ রেখে দেওয়ার মতো এইমসের আন্দোলন।” এ বিষয়ে দীপাদেবী বলেন, “সিপিএম এইমসের পক্ষে থাকলে বাম আমলে জমি অধিগ্রহণ করার কাজ হয়ে যেত। মানববাবুদের রাজ্যের মানুষ ছুড়ে ফেলে দিয়েছেন। তাই ওঁদের কথার কোনও গুরুত্ব নেই।”
|
২২শে মমতা কোচবিহারে
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
পঞ্চায়েত ভোটের প্রচারে আগামী ২২ জুলাই কোচবিহারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন বিকেলে মাথাভাঙা কলেজ ময়দানে তিনি সভা করবেন। সন্ধ্যায় আলিপুরদুয়ারের নির্বাচনী সভাতেও মুখ্যমন্ত্রীর যোগ দেওয়ার কথা। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রীর সফর চূড়ান্ত হতেই সভার প্রস্তুতি শুরু করেছি।” পুলিশ সূত্রের খবর, এ দিন বিকেল পর্যন্ত অবশ্য মুখ্যমন্ত্রীর সফরের কোনও বার্তা আসেনি। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “সরকারি ভাবে সূচি পেলে পরিকল্পনা চূড়ান্ত হবে।”
|
দোকানে চুরি
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় একটি দোকান থেকে শতাধিক বস্তা চাল চুরি করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ইসলামপুর থানার রামগঞ্জ বাজার এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, রামগঞ্জের চাল ব্যবসায়ী মহম্মদ জাহিরুল শনিবার সকালে দোকানে গিয়ে দরজার তালা ভাঙা রয়েছে দেখে পুলিশে খবর দেন। ওই ব্যবসায়ীর অভিযোগ, দোকান থেকে শতাধিক চাল ভর্তি বস্তা চুরি হয়ে গিয়েছে। পুলিশ ওই ব্যবসায়ীর কাছে কত বস্তা চাল চুরি হয়েছে তার নির্দিষ্ট তথ্য চেয়েছেন বলে জানা গিয়েছে।
|
সীমান্তে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
কাঁটাতারের বেড়া বসানো নিয়ে শনিবার দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফ এবং বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) তরফে সেক্টর পর্যায়ের বৈঠক হয়। হিলি সীমান্তের কিছু এলাকায় কাঁটাতার বেড়া বসানো যায়নি। প্রহরায় দু’দেশের রক্ষীরা নানা সমস্যায় পড়ছেন। এ দিন বাংলাদেশে বিজিবির তরফে ছিলেন কর্নেল সইদুল ইসলাম এবং বিএসএফের পক্ষে ছিলেন ডিআইজি দিবাকর কুমার।
|
প্রচারে পদযাত্রা
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
শনিবার বিকেলে ডুয়ার্সের সামসিঙে পদযাত্রা, সভা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সামসিঙের ইয়ংটং ডিভিশনে বাঁশি ড্রাম বাজিয়ে গৌতমবাবুকে স্বাগত জানান স্থানীয় স্কুলের ছাত্রেরা। এদিনের সভায় মন্ত্রী তথা তৃণমূলের উত্তরবঙ্গের কোর কমিটির সভাপতি গৌতমবাবু বলেন, “পাহাড় সমতলের মানুষ তৃণমূলের সঙ্গে। সামসিঙকে পর্যটন মানচিত্রে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।”
|
স্টেশনে বিক্ষোভ |
নির্দিষ্ট সময়ের থেকে দু’ঘণ্টা পরে ট্রেন ছাড়ায় বিক্ষোভ দেখালেন নিত্য যাত্রীরা। শনিবার নিউ জলপাইগুড়ি স্টেশনে শিলিগুড়ি-হলদিবড়ি প্যাসেঞ্জার ট্রেন ছাড়া নিয়ে ঘটনাটি ঘটেছে। বিকেল ৫টা ৫৫ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা হলেও প্রায় দু’ ঘণ্টা দেরিতে তা ছাড়ছে বলে অভিযোগ।
|
অভিযুক্ত ফেরার |
বিয়ের কথা বলে ভিনরাজ্যে নিয়ে গিয়ে সহবাসের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে নাবালিকার বাবা তাঁর অভিযোগে জানান, গঙ্গামেলার মহম্মদ হামিদ তাঁর মেয়েকে নিয়ে দিল্লিতে পালায়। এক বছর পর ফিরে তাকে বিয়ে করতে অস্বীকার করে হামিদ। |
|