|
|
|
|
সিপিএমের অবরোধে আটকে মন্ত্রী |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভোটের প্রচারে তৃণমূল বাধা দিচ্ছে, এই অভিযোগ তুলে রাজারহাট নিউটাউনে পথ অবরোধ করল সিপিএম। শনিবার সকালে এই ঘটনার জেরে আধ ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।
নিউটাউনের ডিএলএফ বিল্ডিং-এর কাছে ওই অবরোধের জেরে কিছু ক্ষণের জন্য আটকে পড়েন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও।
এর আগে শাসনেও শাসক দলের বিরুদ্ধে সিপিএমের মহিলা সংগঠনের উপরে হামলার অভিযোগ উঠেছে। এ দিন সকালে সিপিএমের রাজারহাট জোনাল কমিটির মহিলা সংগঠনের ডাকে একটি মিছিল মহিষবাথান দু’নম্বর পঞ্চায়েত এলাকার তারুলিয়ায় গেলে গোলমালের সূত্রপাত। মিছিলে হাজির সিপিএম নেতা রবীন মণ্ডল, তাপস চট্টোপাধ্যায়, রমলা চক্রবর্তী প্রমুখর অভিযোগ, তৃণমূলের ছেলেরা মিছিলে ঢুকে পড়ে হামলা চালান। মেয়েদেরও মারধর করেন। এক মহিলা-সহ চার সিপিএম কর্মী আহত হয়েছেন। এরই প্রতিবাদে সিপিএম পথ অবরোধ শুরু করে। পুলিশ অবশ্য সিপিএমের অভিযোগ মানতে চায়নি। পুলিশি হস্তক্ষেপে অবরোধ তোলেন।
অবশ্য বাধার মুখে পড়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “নির্বাচনী প্রচারে বসিরহাট যাচ্ছিলাম। মিনিট কয়েক আটকে ছিলাম। সিপিএমের কর্মীরা স্লোগান দিচ্ছিলেন। পুলিশ আমার গাড়ি বার করে দেয়।” সিপিএম নেতা তাপস চট্টোপাধ্যায়ের পাল্টা দাবি, তাঁরাই মন্ত্রীর গাড়ি দেখতে পেয়ে যানজটের মধ্যে থেকে বার করে দেন।
সিপিএম নেত্রী রমলা চক্রবর্তীর অভিযোগ, “তৃণমূলের অত্যাচার চলছেই। আমাদের ৩০০-রও বেশি কর্মী ঘরছাড়া। প্রার্থী এলাকায় প্রচার করতে পারছেন না।” তৃণমূল নেতা তথা স্থানীয় বিধায়ক সব্যসাচী দত্ত অবশ্য এ সব অভিযোগ মানতে চাননি। |
|
|
|
|
|