একই রাতে গ্রামের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ও পোস্ট অফিসে চুরির চেষ্টা করল দুষ্কৃতীরা। দু’টি ক্ষেত্রেই সফল না হলেও গ্রামেরই এক বাসিন্দার বাড়ি থেকে দুষ্কৃতীরা সোনার গয়না চুরি করে পালায়। শুক্রবার গভীর রাতে নলহাটির কুরুমগ্রামের ঘটনা। পুলিশ তদন্ত শুরু করেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা প্রবন্ধক অশোক চক্রবর্তী বলেন, “দুষ্কৃতীরা ব্যাঙ্কের পাঁচটি তালা ভেঙে লকার রুম পর্যন্ত পৌঁছে যেতে পেরেছিল। কিন্তু লকার ভাঙতে পারেনি।” দুষ্কৃতীরা ব্যাঙ্কের ছ’টি আলমারির তালা ভেঙে টাকা খোঁজারও চেষ্টা করে বলে তিনি জানিয়েছেন। পোস্ট মাস্টার অর্ধেন্দু রায় বলেন, “পোস্ট অফিসের পাঁচটি তালা ভেঙে দুষ্কৃতীরা জরুরি কাগজপত্র ছড়িয়ে দিয়েছে। তবে কোনও টাকা পয়সা চুরি যায়নি।”
|
ভ্যানো উল্টে জখম হল ১০ জন খুদে পড়ুয়া। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানার চন্দ্রকোনা এলাকায়। ওন্দা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করানোর পরে তাদের ছেড়ে দেওয়া হয়। স্কুলের পড়ুয়াদের ভ্যানোয় পরিবহণ নিয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকেরা। পুলিশ জানিয়েছে, ওই স্কুলে যাতে ভ্যানো ব্যবহার না করা হয় সে জন্য তারা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে। চেষ্টা করেও স্কুলের বক্তব্য পাওয়া যায়নি। |