পুরুলিয়ার রঘুনাথপুরের নতুনডি গ্রামের মুসলিম মহিলাদের ভবিষ্যতে সমস্ত নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম। স্বাধীনতার পর থেকেই ওই গ্রামের মুসলিম মহিলারা ভোট দেন না। এ বারের পঞ্চায়েতেও ভোট দানে বিরত ছিলেন তাঁরা। এই বিষয়ে শনিবার ফোরামের সভায় উদ্বেগ প্রকাশ করেন কলকাতার নাখোদা মসজিদের ইমাম মৌলনা মহম্মদ সফিক, তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা ইদ্রিস আলি প্রমুখ। তাঁরা একযোগে নতুনডি গ্রামের মহিলাদের ভবিষ্যতে ভোট দেওয়ার আহ্বান জানান। সভায় ইদ্রিস অভিযোগ করেন, “আমরা খবর নিয়ে দেখেছি স্বাধীনতার পর থেকে কারও ফতোয়ায় ওখানকার মুসলিম মহিলারা ভোট দেননি। পবিত্র ইসলাম ধর্মানুসারে গণতন্ত্র মানা ও ভোট দেওয়া জরুরি।”
নতুনডি গ্রামের বাসিন্দারা অবশ্য জানিয়েছেন, গ্রামের মহিলাদের ভোট দেওয়ার ব্যাপারে কোনও ফতোয়া বা নিষেধাজ্ঞা নেই। দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রথার কোনও কারণও নেই। কিন্তু পাছে অন্য লোকে কিছু বলে, এই সংশয়ে কোনও বাড়ির মেয়েরাই দীর্ঘদিনের চলে আসা এই প্রথা ভাঙতে এগিয়ে আসেননি। গ্রামের বধূ তথা নতুনডি-র পোস্টমাস্টার লুৎফুন্নেসা বেগম বলেন, “গত বিধানসভা ভোটের সময়েই আমাদের বুথে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছিল। এ বার তাই ভেবেছিলাম আমরা গ্রামের কয়েকজন মেয়ে-বউ ভোট দিতে যাব। কিন্তু রমজান মাসে মুসলমান বাড়ির মেয়েদের কাজ বেড়ে যায়। তাই শেষ পর্যন্ত ভোট দিতে যাওয়া হল না।” |