টুকরো খবর |
পড়শির সঙ্গে বচসা, ঘাটালে নিহত যুবক
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে খুন হলেন এক যুবক। ঘাটালের নবগ্রামে নিহতের নাম সন্দীপ বক্সী (৩০)। এই ঘটনায় এক মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বাবলু দাস, বিবেক দাস ও শিখা দাসকে শনিবার ঘাটাল আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। সন্দীপদের বাড়ির পাশেই একটি ফাঁকা জমি রয়েছে। সেই জমির উপর দিয়েই পড়শি দাস পরিবারের ব্যবহৃত নোংরা জল গিয়ে পড়ত। অভিযোগ, ওই জমি নিজেদের দাবি করে নানা অছিলায় দখলের চেষ্টা করছিল ওই পরিবার। তাতে আপত্তি জানায় সন্দীপের পরিবারের লোকজন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের দিন সকালে বিতর্কিত জমিতে দাস পরিবারের লোকজন বাড়ি তৈরির সরঞ্জাম ফেলছিল। সন্দীপের বাবা স্বপন বক্সী ও কাকা প্রবীর তাতে বাধা দেন। দু’পক্ষের বচসা বাধে। সন্দীপও ঘটনাস্থলে এসে প্রতিবাদ করেন। বচসা চলাকালীন পিছন থেকে সন্দীপের মাথায় কাঠ দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গিয়ে প্রবীরবাবুও প্রহৃত হন। এলাকার মানুষ দু’জনকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করায়। অবস্থার অবনতি হওয়ায় সন্দীপকে উলুবেড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। শুক্রবার দুপুরে সেখানেই মারা যান ওই যুবক। প্রবীরবাবু এখনও হাসপাতালে ভর্তি। শুক্রবার বিকেলেই অভিযোগ পেয়ে দাস পরিবারের তিন জনকে গ্রেফতার করে পুলিশ। আর এক অভিযুক্ত বাপ্পা দাসের খোঁজ চলছে। সন্দীপের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। স্থানীয়রা জানিয়েছেন, পরোপকারী সন্দীপ কোনও বিপদের খবর শুনলেই ছুটে যেতেন। বাড়িয়ে দিতেন সাহায্যের হাত। তরতাজা ওই যুবকের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের কঠোর শাস্তিরও দাবি জানিয়েছেন এলাকাবাসী। শনিবার সকালে এলাকায় গিয়েছিলেন ওসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং এলাকার বিধায়ক শঙ্কর দোলই।
|
শুভেন্দুর হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দ্বিতীয় দফায় পঞ্চায়েত ভোট শুরুর আগে নির্দলদের হুঁশিয়ারি দিলেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। শনিবার দুপুরে খেজুরির জনকার চালতাতলিয়া মাঠে ভোট প্রচারে এসে তিনি বলেন, “খেজুরিতে সাংসদ আমাদের, বিধায়ক আমাদের। এ বার পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিও আমাদের দখলে আসছে। নির্দলের ছদ্মবেশে সিপিএম পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছে বলে খবর রয়েছে। অনেক নির্দলই সিপিএমের আঙ্গুল কাটা হিমাংশুদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন। এদের একটি ভোটও নয়।” কেউ যাতে সেই ভুল করে না করেন, তার জন্য ভোটারদের সতর্ক করার সঙ্গেই দলীয় কর্মীদের কড়া নজর রাখার নির্দেশ দেন। তাঁর হুঁশিয়ারি, “যারা গোপনে ছদ্মবেশি নির্দলদের ভোট দেবেন ২৯ জুলাইয়ের পর খাতা-পেন্সিল নিয়ে তাঁদের হিসেব করা হবে।” এর আগে খেজুরিতে বক্তব্য রাখতে গিয়ে সাসংদ নিজে দাঁড়িয়ে থেকে খেজুরির পঞ্চায়েত ভোট করাবেন বলে বিতর্কে জড়িয়েছিলেন।
|
দুর্ঘটনায় মৃত দুই
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
মিনি ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু’টি গাড়ির চালকের। শুক্রবার গভীর রাতে ঘাটাল-পাঁশকুড়া সড়কে দাসপুর থানার খুকুড়দহ সংলগ্ন জগন্নাথপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটে। পাঁশকুড়াগামী আলু বোঝাই মিনি ট্রাকটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ঘাটালগামী ধান বোঝাই লরিটির। পুলিশ জানিয়েছে, মৃত ট্রাকের চালকের নাম সুরেন্দ্র রায় (৩৫)। তাঁর বাড়ি বিহারের লালগঞ্জ থানার শিরষা-বিরান গ্রামে। মৃত লরির চালক হীরালাল দাস (৪০) পটাশপুরের বাসিন্দা। দুর্ঘটনায় দু’টি গাড়ির তিন জন খালাসিও জখম হয়েছেন। তাঁরা ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
|
ধৃত সিপিএম প্রার্থী
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
প্রায় দু’বছরের পুরনো এক অপহরণের মামলায় পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে গ্রেফতার হলেন সিপিএমের এক পঞ্চায়েত সমিতির প্রার্থী। ধৃত শেখ সাইফুল হলদিয়ায় সুতাহাটা ব্লকের জয়নগরের পঞ্চায়েত সমিতির এ বারের সিপিএম প্রার্থী। পুলিশ সূত্রে খবর, ২০১১ সালের অগস্টে তমলুকের এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত সাইফুল এত দিন পলাতক ছিলেন। সম্প্রতি সিপিএমের প্রার্থী হয়ে প্রচার করার খবর পেয়ে তমলুক থানার পুলিশ শনিবার দুর্গাচক থানার পুলিশের সহযোগিতায় তাঁকে ধরে। যদিও এই ঘটনাকে চক্রান্ত হিসাবেই দেখছে সিপিএম। |
|