টুকরো খবর
যৌন নিগ্রহ ছ’বছরের বালিকাকে

ছ’বছরের একটি মেয়েকে যৌন নিগ্রহের অভিযোগে পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁর কর্মী শেখ শাহরুখকে খুঁজছে পুলিশ। শাহরুখের বিরুদ্ধে শনিবার দুপুরে ওই মেয়েটির মা তিলজলা থানায় অভিযোগ দায়ের করেছেন। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ বলেন, “গত বৃহস্পতিবার বিকেলে তপসিয়া রোডের বাসিন্দা শাহরুখ প্রতিবেশী মেয়েটিকে যৌন নিগ্রহ করেন বলে অভিযোগ।” পুলিশ জানায়, মেয়েটির মা অভিযোগ জানান, বৃহস্পতিবার তিনি সকালে কাজে বেরিয়ে যান। বিকেলে বাড়ি ফিরে দেখেন, শেখ শাহরুখ (৩৫) নামে তাঁরই এক প্রতিবেশী তাঁর মেয়েকে যৌন নিগ্রহ করছে। ওই যুবক পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁয় কাজ করেন বলে পুলিশকে জানিয়েছেন ওই মহিলা। অভিযোগ পেয়ে তিলজলা থানার সাদা পোশাকের কয়েক জন পুলিশ এ দিন বিকেলে পার্ক স্ট্রিটের ওই রেস্তোরাঁয় শাহরুখের খোঁজে যায়। পুলিশ জানায়, সন্ধ্যা পর্যন্ত শাহরুখ কাজে আসেনি। তার হদিস পেতে তিলজলা থানার পুলিশ তপসিয়া রোড ও লাগোয়া বেশ কয়েকটি এলাকায় তল্লাশি শুরু করেছে।

নামল ৯টি ‘৭৮’
সাত দিন বন্ধ থাকার পরে শান্তি-বৈঠকের জেরে রাস্তায় নামল ৭৮ নম্বর রুটের মাত্র ৯টি বাস। শনিবার পুলিশ ও মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা বৈঠকের পরেই ব্যারাকপুর কোর্ট থেকে ধর্মতলা রুটের ওই বাস চালু হয়। সেই রুটে মোট ৫০টি বাস। কমিশন বৃদ্ধির দাবিতে ৬ জুলাই থেকে রুটের শ্রমিকেরা পরিষেবা বন্ধ করেন।
জোড়াতালি
৭৮ নম্বর রুটে নামানো হল কয়েকটি বাস।—নিজস্ব চিত্র।
এ দিনের বৈঠকে আন্দোলনকারীদের মধ্যে কিছু শ্রমিক বাস চালাতে রাজি হন। এর পরেই দুপুরে বাস চলাচল শুরু হয়। আন্দোলনকারী শ্রমিকদের তরফে জানানো হয়েছে, কিছু শ্রমিক বাস পরিষেবা চালু করলেও কমিশন বাড়ানোর দাবিতে তাঁরা অনড় থাকবেন। মালিকপক্ষের বক্তব্য, ভাড়া না বাড়ালে তাঁদের কিছু করার নেই।

ডুবে মৃত্যু কিশোরের
পুকুরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল এক কিশোরের। শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে দমদমের অমরপল্লিতে। পুলিশ জানায়, মৃত কিশোরের নাম দীপাংশু রায় (১৫)। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নবম শ্রেণির ছাত্র দীপাংশু দমদমের পি কে গুহ রোডের বাসিন্দা। এ দিন স্কুল ছুটির পর দীপাংশু সাত বন্ধুর সঙ্গে স্কুলের কাছে একটি মাঠে ফুটবল খেলতে যায়। খেলার পরে মাঠের কাছেই একটি পুকুরে তারা স্নান করতে নামে। সাঁতার না জানার কারণে দীপাংশু তলিয়ে যায়। তাকে তলিয়ে যেতে দেখে বন্ধুরা স্থানীয় বাসিন্দাদের খবর দেয়। ডুবুরি নামিয়ে দীপাংশুকে উদ্ধার করা হয়। নাগেরবাজারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।

রক্তাক্ত যুবক উদ্ধার
রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করল নিউ মার্কেট থানার পুলিশ। শুক্রবার রাতে, ধর্মতলার লেনিন সরণির ফুটপাথ থেকে। পুলিশ জানায়, কালীশঙ্কর তিওয়ারি নামে ওই ব্যক্তি বারাসতের বাসিন্দা। তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বিএসএনএল-এ কর্মরত ছিলেন কালীশঙ্করবাবু। তাঁর পকেট থেকে উদ্ধার হওয়া একটি চিঠি থেকে জানা গিয়েছে বর্তমানে তিনি সাসপেন্ড অবস্থায় রয়েছেন। ওই রাতে ধর্মতলায় কালীশঙ্করবাবুকে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেন। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময়ে কালীশঙ্করবাবু অসংলগ্ন কথাবার্তা বলছেন। তাঁর গলার আঘাত কী ভাবে হল তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। ঘটনাস্থলে কোনও ধারালো অস্ত্রের খোঁজ পায়নি তদন্তকারীরা।

অশালীন আচরণ, ধৃত ট্যাক্সিচালক
যাত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে এক ট্যাক্সিচালককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে আমহার্স্ট স্ট্রিট থানার সামনে। পুলিশ জানিয়েছে, ধৃত চালকের নাম গোবিন্দকুমার সাউ। তিনি এন্টালির বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, উমা দাস লেনের বাসিন্দা মিনা রায় নামে এক মহিলা এস এন ব্যানার্জি রোড থেকে ট্যাক্সিতে উঠেছিলেন। আমহার্স্ট স্ট্রিট থানার সামনে নামার পরে ভাড়ার টাকা ফেরত দেওয়া নিয়ে বচসা শুরু হয় চালকের সঙ্গে। অভিযোগ, গোবিন্দ মিনাদেবীকে অশ্লীল গালিগালাজ করেন। থানার সামনে কর্মরত পুলিশকর্মী গিয়ে বিষয়টিতে হস্তক্ষেপ করেন। মিনাদেবী চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশ গোবিন্দকে গ্রেফতার করে।

দুর্ঘটনায় জখম ৪
গাড়ির সঙ্গে সংঘর্ষে গুরুতহ আহত হলেন এক শিশু-সহ চার অটোযাত্রী। ঘটনাটি ঘটেছে শনিবার রাত পৌনে ন’টা নাগাদ বাসন্তী এক্সপ্রেসওয়ের উপরে চৌবাঘায়। পুলিশ জানিয়েছে, এ দিন একটি গাড়ি বানতলার দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক গাড়িটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। বেসামাল গাড়িটি রাস্তার মাঝখানে গিয়ে গোল হয়ে ঘুরতে থাকে। তখনই ট্রাকের পিছনে থাকা একটি অটোর সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। অটোর চার যাত্রী গুরুতর জখম হন।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.