কবি ভানু ভক্তের ২০০ তম জন্মদিন পালিত হল শিলিগুড়িতে। এ দিন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে কবির প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। তেনজিং নরগে বাস টার্মিনাস লাগোয়া কবি ভানু ভক্তের মূর্তিতে শ্রদ্ধা জানান মেয়র গঙ্গোত্রী দত্ত, শিক্ষা বিভাগের মেয়র পারিষদ রুমা নাথ, পুরসভার কমিশনার প্রভুদত্ত ডেভিড প্রধান। পরে ডিওয়াইএফআই এর তরফেও শ্রদ্ধা জানান হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। |
অন্য দিকে এ দিন শহরের স্কুল-কলেজ-অফিস ছুটি থাকলেও ২৫ নম্বর ওয়ার্ডের মিলনপল্লির ফণীভূষণ হাইস্কুল খোলা থাকায় বির্তক দানা বেধেছে। স্কুল খোলা নিয়ে প্রশ্ন তুলেছে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশন। স্কুলের প্রধান শিক্ষক প্রভাত দত্ত বলেন, “যে ছুটির তালিকা বিদ্যালয়ে রয়েছে, তাতে ভানুভক্তের জন্মদিনে ছুটির কোন উল্লেখ নেই। বিষয়টি স্কুল পরিদর্শককে জানিয়েছি। তবে স্কুলে কবির জন্মদিন পালন করা হয়।” যদিও তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের সদস্য রাম ছেত্রী বলেন, “কেন এই স্কুলটি খোলা ছিল তা বুঝতে পারছি না। কোন রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে হয়। বিষয়টি জেলাশাসক, মহকুমাশাসক, স্কুল পরিদর্শককে বলা হবে।” ওয়ার্ডের কাউন্সিলর সীমা সাহা বলেন, “স্কুল খোলা রাখার কথা নয়। কেন এমন হল খোঁজ নিচ্ছি।”
|