মারা গেলেন ইতালীয় ব্যবসায়ী অত্তাভিও কুত্রোচ্চি। মিলানে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন। বফর্সকেলেঙ্কারিতে অভিযুক্ত কুত্রোচ্চি এক সময়ে নেহরু-গাঁধী পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। সুইৎজারল্যান্ডের অস্ত্র বিক্রেতা বফর্স ভারতে অস্ত্র বিক্রির সময়ে কুত্রোচ্চি মধ্যস্থতাকারী হিসেবে ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ। ১৯৯০ সালে তাঁর বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই। গ্রেফতারি এড়াতে ১৯৯৩ সালে ভারত ছাড়েন কুত্রোচ্চি। তার পর আর তাঁকে ফেরানো যায়নি।
|
পাকিস্তানের পঞ্জাব প্রদেশে তিন খ্রিস্টান মহিলাকে নগ্ন করে হাঁটানোর ঘটনায় তদন্তের নির্দেশ দিল লাহৌর হাইকোর্ট। কাসুর জেলার পাট্টোকিতে এই ঘটনা ঘটে। গরু-মোষ নিয়ে ঝগড়ার পরিপ্রেক্ষিতে তিন মহিলার উপরে স্থানীয় জমিদার মহম্মদ মুনিরের লোকজন হামলা চালায় বলে অভিযোগ। বিষয়টি প্রচারমাধ্যমকে জানায় এশীয় মানবাধিকার কমিশন। তার পরে লাহৌর হাইকোর্ট ঘটনাটি নিয়ে উদ্যোগী হয়েছে।
|
ভুটানের সাধারণ নির্বাচনে জয়ী হল বিরোধী দল পিডিপি। ন্যাশনাল অ্যাসেম্বলির ৩১টি আসন দখল করেছে তারা। জয়ের জন্য প্রয়োজন ২৪টি আসন। নির্বাচনে প্রচারের অন্যতম বিষয় ছিল ভুটানকে দেওয়া কেরোসিন ও রান্নার গ্যাসে ভর্তুকি কাটা নিয়ে নয়াদিল্লির সিদ্ধান্ত। তবে তা নিয়ে ভারত-ভুটান সম্পর্ক খুব বেশি ধাক্কা খাবে না বলেই মনে করেন পিডিপি নেতা সোনম জাটসো। নয়াদিল্লিও জানিয়েছে, আলোচনা করেই ভর্তুকি কমানো হবে।
|
নতুন নিরাপত্তা নীতিতে জঙ্গি সংগঠন ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দিল পাকিস্তান। একটি পাক সংবাদপত্রের দাবি, সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়েই এই নীতি তৈরি করছে নওয়াজ শরিফ সরকার। এতে ভারতের মতো প্রতিবেশী দেশগুলিতে হামলাকারী জঙ্গি সংগঠনগুলি ভাঙার কথা বলা হয়েছে।
|
সিরিয়ায় প্রেসিডেন্ট বাসার-আল আসাদের বিরুদ্ধে লড়তে জঙ্গি পাঠাচ্ছে পাকিস্তান তালিবান। প্রাথমিক ভাবে গেরিলা কায়দায় যুদ্ধে অভ্যস্ত জঙ্গিদের পাঠানো হচ্ছে বলে জানিয়েছে তালিবান। |