২০১২-১৩ সালের হিসেব |
পূর্ব মেদিনীপুর |
হুগলি |
বর্ধমান |
জেনারেল বডির
কতগুলি বৈঠক হয়েছে?
(নিয়ম বছরে ৪টি) |
৪ |
২ |
৪ |
ভিজিল্যান্স অ্যান্ড মনিটরিং
কমিটির কতগুলি বৈঠক
(নিয়ম বছরে ৪টি) |
৫ |
১ |
১ |
বাজেট সময় মতো
পেশ হয়েছে কি? |
হ্যাঁ |
না |
না |
জেলা সংসদের কতগুলি
সভা হয়েছে?
(নিয়ম বছরে ২টি) |
২ |
হয়নি |
হয়নি |
জেলা পরিষদের দায়িত্বে
কত রাস্তা আছে, তার
তালিকা আছে কি? |
আছে |
আছে |
আছে |
কত রাস্তা সারানো দরকার? |
৩৫% |
তথ্য নেই |
তথ্য নেই |
অভিযোগ রেজিস্টার
নিয়মিত পর্যালোচনা হয়? |
হ্যাঁ |
হ্যাঁ |
হ্যাঁ |
অডিট রিপোর্ট সাধারণ
সভায় পেশ হয়েছে কি? |
হ্যাঁ |
হ্যাঁ |
হ্যাঁ |
মোট বরাদ্দ টাকার কত শতাংশ খরচ হয়েছে? |
২০১২-১৩ |
৭৯ |
৭৭ |
৭৩ |
২০১১-১২ |
৭৭ |
৮৯ |
৮১ |
২০১০-১১ |
৭৭ |
৮৬ |
৮১ |
খরচের খতিয়ান
|
কিছু প্রকল্প যাতে বরাদ্দের এক টাকাও গত অর্থবর্ষে খরচ হয়নি |
• আমার ঠিকানা (২.৮২ কোটি) • জেলা গ্রামোন্নয়ন সেল (৭৬ লক্ষ) • গ্রাম স্তরের রেকর্ড রুম (৩৫ লক্ষ) • ভদ্রেশ্বর দমকল কেন্দ্র (২৭ লক্ষ) • মিলিয়ন ওয়েলস স্কিম (এমডব্লিউএস) (২৬ লক্ষ) • ডিহিবাধপুর, বন্দিপুর, বোরা ও বাইচি বিএল মুখার্জি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ (২৪ লক্ষ) • কংসারিপুর, মূলগ্রাম, ডুমুরপুর, সাতঘরিয়া, বড় খানপুর, গঙ্গেশনগর, ধাপধারা ও ডাবরা মুসলিম কবরস্থান (১৬ লক্ষ) • কমিউনিটি হেল্থ কেয়ার ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভ (১৩ লক্ষ) • বিপর্যয় ত্রাণ তহবিল(৯ লক্ষ) • সাংসদের এলাকা উন্নয়ন তহবিল (৭ লক্ষ) • মুসলিম ছাত্রী আবাস নির্মাণ (৭ লক্ষ) • খাদ্য ও সরবরাহ (৬ লক্ষ), • ইউনিসেফ (১ লক্ষ), • বিধায়কের এলাকা উন্নয়নের তহবিল (১ লক্ষ) |
কয়েকটি প্রধান প্রকল্পে যত খরচ হয়েছে |
প্রকল্প |
হাতে মোট টাকা |
পড়ে আছে |
খরচ হয়েছে (%) |
(এমএসডিপি) বহুমুখী উন্নয়ন প্রকল্প (সংখ্যালঘু অধ্যুষিত জেলায়) |
১০.৩৪ কোটি |
৬.০৫ কোটি |
৪১.৪৮ |
পুলিশ |
২৮ লক্ষ |
১১ লক্ষ |
৬৩.০৩ |
স্বজলধারা |
২৬ লক্ষ |
২৫ লক্ষ |
৩.৯৩ |
ইন্দিরা আবাস যোজনা |
৪০.৪৭ কোটি |
২১ লক্ষ |
৯৯.৪৮ |
ক্ষুদ্র জল সরবরাহ (মিনি ওয়াটার সাপ্লাই) |
৬২ লক্ষ |
০ |
১০০ |
মুসলিম কবরস্থান |
৩.০৯ কোটি |
১৬ লক্ষ |
৯৪.৮৭ |
প্রাণিসম্পদ উন্নয়ন |
২৪ লক্ষ |
১ লক্ষ |
৯৪.৮৩ |
কৃষি |
১৯ লক্ষ |
৯ লক্ষ |
৫২.০৪ |