ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন |
ঝাড়খণ্ডের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ঝাড়খণ্ড মুক্তিমোর্চা (জেএমএম) সুপ্রিমো শিবু সোরেনের ছেলে হেমন্ত সোরেন। রাজভবনে রাজ্যপাল সৈয়দ আহমেদের উপস্থিতিতে আজ সকালে শপথ নেন তিনি। জেএমএম সূত্রে খবর, সাঁওতাল পরগনার রীতি মেনে আজ বিপত্তারিণী পূজা দেওয়ার পরেই শপথ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন ‘মুখ্যমন্ত্রী’। সেই সঙ্গে রাজ্যের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস নেতা রাজেন্দ্র সিংহ ও আরজেডি-র অন্নপূর্ণাদেবী।
|
আজ সল্টলেকের মহিষবাথানে সিপিএমের মিছিলে হামলা চালানো হয় বলে অভিযোগ জানান দলের কর্মী-সমর্থকেরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালায় বলে অভিযোগ জানান তারা। ঘটনার প্রতিবাদে রাজারহাটের এক্সপ্রেসওয়েতে পথ অবরোধ করে সিপিএম। এই অবরোধের জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধের কারণে কিছুক্ষণের জন্য আটকে পড়েন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
|
বাঁকুড়ার ওন্দায় পথ দুর্ঘটনা |
আজ ওন্দার চন্দ্রকোনায় পথ দুর্ঘটনায় আহত হন বহু ছাত্রছাত্রী। পুলিশ জানায়, স্কুলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দু’টি ভ্যানো। ভ্যানো দু’টিতে অন্তত ৫০ জন ছাত্রীছাত্রী ছিল বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। জখম অবস্থায় ছাত্রছাত্রীদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপতালে। দুর্ঘটনার প্রতিবাদে ওন্দা থানার বাইরে বিক্ষোভ শুরু করেন ছাত্রছাত্রীর অভিভাবকেরা। ভ্যানো বন্ধ করার দাবি জানান তারা। শেষপর্যন্ত পরিস্থিতি সামাল দেয় পুলিশ। |