প্রতিশ্রুতি দিয়েও ঘরোয়া ঐকমত্যের অভাবে বাংলাদেশের সঙ্গে এখনও তিস্তা ও স্থল-সীমান্ত চুক্তি করে উঠতে পারেনি ভারত। কিন্তু সে দেশের পরিকাঠামো প্রকল্প থেকে শুরু করে শক্তি, প্রতিরক্ষা, বাণিজ্য সব ক্ষেত্রেই ঢালাও সহায়তার পথে হাঁটছে সাউথ ব্লক। শেখ হাসিনার ভারত সফরে কম সুদে ৬৪০০ কোটি টাকার ঋণ ঘোষণা করেছিল নয়াদিল্লি। প্রথমে ঠিক হয়েছিল, এই ঋণে ১.৭৫ শতাংশ সুদ নেওয়া হবে। পরে তা কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। বিদেশ মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, এই ঋণ কোন প্রকল্পে ব্যবহার করা হবে তার প্রায় পুরোটাই চিহ্নিত করা হয়েছে। যে ১৬টি প্রকল্প ওই টাকায় শুরু হয়েছে তার কয়েকটি শেষও হয়ে গিয়েছে। এই টাকায় বাংলাদেশ ৪২৮টি উন্নত বাস কিনেছে, কেনা হয়েছে ব্রড গেজ লাইনের চলার উপযোগী ১৬৫টি তেলবাহী ওয়াগন এবং মিটার গেজে চলার মতো ৬টি ব্রেক ভ্যান। তৈরি হয়েছে ভৈরব এবং তিতাস সেতু। ঋণের ১৬০০ কোটি টাকা অনুদান হিসাবে ঘোষণা করেছে ভারত।
|
ব্রিটেনের হিথরো বিমানবন্দরে একটি বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার বিমানে আগুন লাগায় বন্ধ রাখা হল বিমান চলাচল। বিমানবন্দর সূত্রে খবর, ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ড্রিমলাইনারে আগুন লেগেছিল। তখন তাতে কোনও যাত্রী ছিলেন না। ঘটনায় কেউ হতাহত হননি। বিমানটিকে ঘিরে দমকল কর্মীরা তাতে আগুন-নিরোধক ফোম ছড়ান। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। সম্প্রতি যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কয়েকটি ড্রিমলাইনারের ওড়া বন্ধ রাখা হয়েছিল। পরে সেই ত্রুটি মেরামত করে দেয় বোয়িং।
|
দু’দু’টো ধুকপুকানি! একই সঙ্গে ভেসে আসছে শরীর থেকে। স্ক্যান করতে গিয়ে চমকে গিয়েছিলেন বছর তিরিশের অ্যাশলে। চিকিৎসকরা জানালেন, যমজ সন্তানের মা হতে চলেছেন তিনি। চমকে গিয়েছিলেন স্কটল্যান্ডের বাসিন্দা অ্যাশলে। তাঁর দুই যমজ বোন রয়েছে। তাঁর মা-মাসিও যমজ। মা-দিদিমার পর গত বুধবার যমজ সন্তানের মা হলেন তিনিও। ডাক্তাররা জানিয়েছিলেন, ২০,০০০ লোকের মধ্যে ১ জনের এমনটা হয়। অ্যাশলে সেই সৌভাগ্যবতী মা। “স্ক্যানের রিপোর্টটা পেয়েই মায়ের কাছে ছুটে গিয়েছিলাম।”
|
ফের রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় চাইলেন এডওয়ার্ড স্নোডেন। ফোন ও ইন্টারনেটে মার্কিন নজরদারি নিয়ে গোপন তথ্য ফাঁস করায় এখন আমেরিকায় ‘মোস্ট ওয়ান্টেড’ সে দেশেরই প্রাক্তন গুপ্তচর স্নোডেন। আপাতত রাশিয়ার একটি বিমানবন্দরের ‘ট্রানজিট জোনে” আটকে রয়েছেন তিনি। আগেও রাশিয়ায় আশ্রয় চেয়েছিলেন স্নোডেন। কিন্তু, রাশিয়া জানায় তিনি মার্কিন গোপন তথ্য ফাঁস বন্ধ না করলে আশ্রয় দেওয়া সম্ভব নয়। সেই শর্ত তখন মানতে চাননি স্নোডেন। শুক্রবার ফের আশ্রয় চেয়েছেন তিনি। |