এড়ানো গেল না অশান্তি
রোদ-বৃষ্টিতেই ঢেলে ভোট
রাজ্যের পাঁচ দফা পঞ্চায়েত নির্বাচনের প্রথম দিনে সবচেয়ে স্পর্শকাতর এলাকাগুলিতেও অনেকটাই নির্ঝঞ্ঝাটে মিটল ভোট। খুনোখুনি বা বড় কোনও অশান্তির ঘটনা ঘটেনি। তবে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে ব্যালট ছিনতাই হয়। তিরের আঘাতে গুরুতর জখম হয়েছেন বিরোধী সমর্থক। আক্রান্ত পুলিশও।
ভরা বর্ষায় ভোট নিয়ে আশঙ্কা থাকলেও, আবহাওয়া এ দিন বড় বাধা সৃষ্টি করেনি। সাতসকালেই বুথে লম্বা লাইন পড়তে দেখা যায় প্রায় সর্বত্র। দুপুর নাগাদ ভিড় তুঙ্গে ওঠে। তিনটি স্তরে তিনটি ভোট, তাই লাইন এগোয় ধীরগতিতে। বিকেল পাঁচটা পর্যন্ত পুরুলিয়ায় ৬০ শতাংশ, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে ৬৫ শতাংশ ভোট পড়ে। কিন্তু বিকেল পাঁচটাতেও দেখা যায়, অধিকাংশ বুথে প্রচুর মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন।
গত বার, ২০০৮ সালে এই তিন জেলায় ৮৭ শতাংশেরও বেশি ভোট পড়েছিল। এ দিন রাত পর্যন্ত বহু বুথে ভোট চলায় ইঙ্গিত মিলছে যে, এ বারও ভোটের হার আগের বারের কাছাকাছিই থাকবে। আজ, শুক্রবার রাজ্য নির্বাচন কমিশন সম্পূর্ণ হিসেব জানালেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে।
বৃহস্পতিবার বিকেলে হুগলির জনাইয়ে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আগে জঙ্গলমহলে শুধু কান্না ও রক্ত দেখা যেত। ৩৫ বছর পরে মানুষ সেখানে ভাল ভাবে ভোট দিল, এটাই বড় কথা।” মাওবাদীদের নাম না করেও এ দিন মমতা বলেন, “কিছু কাপুরুষের দল বাইরে থেকে মাঝে মাঝে এসে বিক্ষিপ্ত ঘটনা ঘটাতে পারে। কিন্তু ৩৬৫ দিন পারবে না।”
পশ্চিম মেদিনীপুরের বোড়ালে কংগ্রেস সমর্থক দীপঙ্কর ঘোষ তিরবিদ্ধ হন।
এসএসকেএমে ছবিটি তুলেছেন সুদীপ্ত ভৌমিক
মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণ ভোটের দাবি করলেও, তিনটি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বুথে হামলা, সংঘর্ষ ঘটেছে। কোথাও বা চাপা সন্ত্রাসের আবহ ছিল। সন্ধ্যায় রাজ্য নির্বাচন কমিশনের সচিব তাপস রায় বলেন, “বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোট ভালই হয়েছে। শান্তিপূর্ণ বলতে পারব না।” তিনি জানান, পশ্চিম মেদিনীপুরের সবংয়ে তিনটি বুথ এবং বাঁকুড়ার কোতুলপুরে একটি বুথ জ্যাম করার অভিযোগ পাওয়া গিয়েছে। ওই চারটি বুথে শনিবার ফের ভোট নেওয়া হতে পারে। তিন জেলাতেই ভাল ভোট পড়েছে বলেও নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে।
বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু অবশ্য অভিযোগ করেন, “বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার বহু বুথে বিরোধী এজেন্টদের বার করে দিয়ে তৃণমূল ছাপ্পা দিয়েছে।” তবে কোনও বুথেই পুননির্বাচনের দাবি জানাননি তাঁরা। কংগ্রেস নেতা আব্দুল মান্নান জানান, পশ্চিম মেদিনীপুরের সবং, কেশপুর ও গড়বেতার ১১টি বুথে ফের ভোট চেয়ে তাঁরা রাজ্য নির্বাচন কমিশনার মীরা পান্ডেকে চিঠি দিয়েছেন।
পশ্চিম মেদিনীপুরের সবংয়ে তৃণমূলের লোকজন তিনটি বুথ থেকে ব্যালট পেপার ছিনতাই করে বলে অভিযোগ। ভোট বন্ধ হয়ে যায়। বোড়ালে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে দু’পক্ষের বেশ কয়েক জন জখম হন। দীপঙ্কর ঘোষ নামে এক কংগ্রেস কর্মীর পেটে তির বেঁধে। কলকাতায় এসএসকেএম হাসাপাতালে এনে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। বুথের দখল নিতে বাধা দেওয়ায় দাসপুরে দিব্যেন্দু মণ্ডল নামে প্রিসাইডিং অফিসারকে মারধরেরও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
দুপুরে বাঁকুড়ার শালতোড়ায় গদারডি পঞ্চায়েতের ঢেকিয়া অঞ্চলে একটি বুথে কিছু দুষ্কৃতী ঢুকে বাক্স ভেঙে, ব্যালট পেপার ছিঁড়ে দেয়। ভোটকর্মীদের মারধর করে বুথে তালা দিয়ে তারা চলে যায়। আধ ঘণ্টা পরে কেন্দ্রীয় বাহিনী এসে কর্মীদের উদ্ধার করে। জেলা পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “বুথের দুই পুলিশকর্মী কী করছিলেন, তদন্ত করে দেখব।”
বাঁকুড়ার ইন্দাসের আউসনাড়া গ্রামে সিপিএমের দুই মহিলা প্রার্থী ও এজেন্টদের মারধরের অভিযোগ উঠেছে। শ্লীলতাহানিরও অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে। পাত্রসায়র ব্লকের গ্রাম পঞ্চায়েত স্তরে মাত্র একটি আসনে সিপিএম প্রার্থী দিতে পেরেছিল। বালসি ১ পঞ্চায়েতের সেই ঘরছাড়া সিপিএম প্রার্থী অনীক শ্যাম বা তাঁর বাড়ির কেউ এ দিন ভোট দিতে পারেননি। পাত্রসায়রেরই কমলাসায়র গ্রামে তৃণমূল কর্মীরা পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়ে বলে অভিযোগ। গাড়িও ভাঙচুর হয়। এক এএসআই-সহ তিন পুলিশকর্মী জখম। তিন জন গ্রেফতার হয়েছে।
পুরুলিয়ার পাড়া থানার হরিহরপুর গ্রামেও সিপিএম-তৃণমূল গণ্ডগোল থামাতে গিয়ে ইটের মুখে পড়ে পুলিশ। এক এএসআই-সহ পাঁচ জন জখম হন। গাড়িও ভাঙচুর হয়। তবে রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। রঘুনাথপুর ২ ব্লকের নতুনডি হাই মাদ্রাসার কাছে সিপিএম ও তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে মারপিট বাধে। তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুর চলে। কিছুক্ষণ ভোট বন্ধ থাকে।
এই পরিস্থিতিতে ফের হিংসায় ইন্ধন দিয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার বিকেলে মল্লারপুরে এক সভায় তিনি সিপিএমের উদ্দেশে বলেন, “কোনও তৃণমূল কর্মী আক্রান্ত হলে ওদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে।” কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য-সহ অনেকে তাঁর এই মন্তব্যের নিন্দা করেছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.