টুকরো খবর |
পাঁশকুড়ায় হামলা সিপিএম কার্যালয়ে
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পূর্ব মেদিনীপুর জেলায় ভোট গ্রহণের আর তিন দিন বাকি। তার মধ্যেই অব্যাহত রয়েছে হামলা, মারধরের মতো ঘটনা। বৃহস্পতিবার জেলার পাঁশকুড়ায় সিপিএমের লোকাল কমিটির অফিসে ভাঙচুর ও দলের কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এ দিন বিকেলে পাঁশকুড়া পুরাতন বাজার থেকে আধ কিলোমিটার দূরে জয়কৃষ্ণপুর গ্রামে সিপিএমের পাঁশকুড়া উত্তর লোকাল কমিটির অফিসে একদল তৃণমূল সমর্থক এসে ব্যাপক ভাঙচুর চালায় ও সিপিএমের এক প্রার্থী-সহ তিন কর্মীকে মারধর করে বলে অভিযোগ। সিপিএমের লোকাল কমিটির সম্পাদক কালীপদ মণ্ডলের অভিযোগ, “দলের কর্মীরা অফিসে বিশ্রাম নেওয়ার সময় বিকেল সাড়ে তিনটে নাগাদ তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রার্থী হানিফ মহম্মদের নেতৃত্বে প্রায় ২৫ জন সমর্থক দলীয় অফিসে হামলা চালায় এবং প্রার্থী ইব্রাহিম আলি-সহ তিন কর্মীকে মারধর করে।” তৃণমূলের পাঁশকুড়া ব্লক সভাপতি দীপ্তিকুমার জানার অবশ্য পাল্টা অভিযোগ, “এ দিন বিকেলে ওই এলাকায় আমাদের দলের প্রার্থীদের সমর্থনে মিছিল ও পথসভা হওয়ার কর্মসূচি ছিল। সেই সময় সিপিএম কর্মীরা হামলা করে। আমাদের তাড়া খেয়ে ওই সিপিএম কর্মীরা পালিয়ে ওদের অফিসে ঢুকে পড়ে। তবে আমাদের কেউ সিপিএমের অফিস ভাঙচুর করেনি।”
|
শুধরেছি, এ বার জেতান: গৌতম
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীকে নিরাপত্তার জন্য আনা হলেওকাজে লাগানো হয়নি-বৃহস্পতিবার রামনগরে বামফ্রন্টের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শাসকদলের প্রবল সমালোচনা করলেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম দেব। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, “আমরা ভুলত্রুটি সংশোধন করেছি। তা পরীক্ষা করার জন্য এ বার পঞ্চায়েত ভোটে আমাদের জয়ী করুন।” গৌতমবাবু ছাড়াও সভায় ছিলেন রবীন দেব, নির্মল জানা, স্বদেশ নায়ক, শিশির হুই প্রমুখ।
|
জঙ্গলমহলে ভোট শান্তিপূর্ণ: শুভেন্দু
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ময়নার প্রচার সভায় শুভেন্দু অধিকারী |
জঙ্গলমহলের তিন জেলার ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবে হয়েছে বলে দাবি করলেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের ময়নার তিলখোজা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে দলের প্রচার সভায় শুভেন্দু অধিকারী বলেন, “সিপিএমের আবদারে মাননীয় কমিশনার মীরা পাণ্ডে এসডিও অফিসে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তা সত্ত্বেও ওরা বহু আসনে প্রার্থী দিতে পারেনি।” তাঁর দাবি, “আসলে মানুষ সিপিএমকে প্রত্যাখ্যান করেছেন। আর নিজেদের ব্যর্থতা ঢাকতে সিপিএম সন্ত্রাসের অভিযোগ করছ।”
|
গোষ্ঠীদ্বন্দ্বে আহত পনেরো |
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হল পটাশপুর ২ ব্লকের মথুরা গ্রাম। বুধবার রাতে দু’পক্ষের সংঘর্ষের পর এলাকায় ব্যাপক বোমাবাজিও চলে। আহত হন পনেরো জন। তাদের এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। মথুরা বুথে তৃণমূলের প্রার্থী হয়েছেন মনিকা বেরা। তাঁর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন তৃণমূল নেতা নবকান্ত দাসের স্ত্রী মনিকা দাস। অভিযোগ নির্দল প্রার্থীর কাছে তৃণমূলের প্রার্থীর হেরে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। |
|