কনফেডারেশন কাপ মাতানোর পরে এই বছরের ব্যলন ডি’অরের সেরা ফুটবলারদের মধ্যে প্রথম তিনে থাকার দৌড়ে ঢুকে পড়েছেন নেইমার। কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ব্যালন ডি’অরের প্রথম তিনের তালিকায় নেইমারের নাম এলে, তাঁর প্রাক্তন ক্লাব সান্তোসের ঘটবে ২০ লক্ষ মিলিয়ন পাউন্ডের লক্ষ্মীলাভ।
নেইমারের বার্সেলোনা চুক্তি অনুযায়ী, ২০১৭ পর্যন্ত ব্যলন ডি’অরের পোডিয়ামে যদি নেইমার ওঠেন তবে বার্সেলোনাকে ২০ লক্ষ পাউন্ডের খেসারত দিতে হবে সান্তোসকে। ব্রাজিলের মেজাজি তারকাকে ৫৭ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনা সই করালেও, নেইমারের প্রাক্তন ক্লাব সান্তোস পেয়েছিল মোটে ৯.৩৫ মিলিয়ন পাউন্ড। বাকি ৪০ মিলিয়ন পাউন্ড অগ্রিম হিসাবে পেয়েছিলেন নেইমারের ইমেজ রাইটসের মালিকরা যাঁর মধ্যে একজন তারকার বাবা। বাকি টাকাগুলো পায় নেইমারের রেজিস্টার্ড সংস্থা ‘টেইসা গ্রুপ’ আর ‘ডিআইএস’। এই কারণেই নেইমারের চুক্তিতে নতুন করে ‘পারফরম্যান্স ক্লজ’ রাখে সান্তোস। |
নেইমারের বার্সা অভিষেকের জন্য অপেক্ষা চললেও, প্রাক মরসুম ম্যাচে বার্সেলোর মুখোমুখি হতে চলেছেন প্রাক্তন কোচ পেপ গুয়ার্দিওলা। চব্বিশে জুলাই প্রাক মরসুম চ্যারিটি ম্যাচে ‘উলি হোয়েনেস কাপে’ বার্সেলোনার মুখোমুখি বায়ার্ন মিউনিখ। যেখানে বার্সা-গুয়ার্দিওলার ‘রোমান্টিক রিইনিয়ন’ হতে চলেছে। এ দিন আবার বার্সেলোনার অনূর্ধ্ব ২১ স্প্যানিশ তারকা থিয়াগো আলকান্তারাকে সই করানোর দৌড়ে ঢুকে পড়ল বায়ার্ন মিউনিখ। “আলকান্তারাকে সই করানোর জন্য রুমেনিগের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলেছি। মাঝমাঠে অনেক ফুটবলার থাকলেও আমি বুঝিয়েছি কেন আলকান্তারাকে লাগবে,” বলেন গুয়ার্দিওলা। যদিও ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী আলকান্তারার এজেন্টের সঙ্গে অগ্রিম কথা সেরে নিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। |