এক দিকে এক রাজপুত। অন্য দিকে শ্রীলঙ্কা বংশোদ্ভূত এক তরুণ। কুইন্স পার্ক ওভাল থেকে ট্রেন্টব্রিজ— বৃহস্পতিবার ক্রিকেট দেখল বাইশ গজে তারুণ্যের শাসন।
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে রবীন্দ্র জাডেজার বাঁ-হাতি স্পিন দুঃস্বপ্ন হয়ে উঠেছে ব্যাটসম্যানদের কাছে। এ দিন সেই স্পিনের ছোবলে আরও এক বার ভাঙল শ্রীলঙ্কার ব্যাটিং। ত্রিদেশীয় সিরিজে পাঁচ ম্যাচে আট উইকেট হয়ে গিয়েছে। কিন্তু সেরা পারফরম্যান্সটা তুলে রেখেছিলেন ফাইনালের জন্যই। একটা স্পেলে ২৫ বলে পাঁচ রান দিয়ে চার উইকেট তুলে নিলেন জাডেজা। |
জয় জওয়ান
|
পোর্ট অব স্পেনে ভুবনেশ্বর |
জাডেজা বোলিং ৭.৫-১-২৩-৪ |
|
অন্য জনের নাম বৃহস্পতিবার পর্যন্ত ক’জন ক্রিকেটপ্রেমী জানতেন, সন্দেহ। কিন্তু এগারো নম্বরে নেমে এ দিন অ্যাশটন আগারের ৯৮ রানের ইনিংস, ১৯ বছরের এই ছেলেটাকে অ্যাসেজের নায়ক বানিয়ে দিয়েছে। মাইকেল ভন থেকে রিকি পন্টিং দুই শিবিরের দুই প্রাক্তন অধিনায়কই কুর্নিশ করছেন ক্রিকেটের এই নতুন বিস্ময় বালককে।
ভন টুইট করেছেন, “ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটের মধ্যে টেস্টই যে সর্বোত্তম তা এ দিন অ্যাশটন বুঝিয়ে দিয়ে গেল। তোমায় সেলাম।” আর পন্টিং বলছেন, “দেশকে গর্বিত করে গেল ছেলেটা।”
গত কাল টেস্ট অভিষেকের সময় গ্লেন ম্যাকগ্রার হাত থেকে টেস্ট ক্যাপ নিতে গিয়ে চোখে জল এসে গিয়েছিল আগারের। পরে বলেও ফেলেন, “একটা আবেগময় মুহূর্ত ছিল আমার কাছে। গ্যালারিতে আমার পরিবার বসে ছিল। চোখের জল চাপতে পারছিলাম না।” |
বৃহস্পতিবারে ট্রেন্টব্রিজের নায়ক আগার। |
অ্যাশটন আগারের কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, “অ্যাশটনের শক্তি হল ওর স্বাভাবিক এবং ফ্রি স্টাইল খেলা। যে কোনও বড় অ্যাথলিটের মধ্যে এ ব্যাপারটা দেখা যায়।” শ্রীলঙ্কা বংশোদ্ভূত এই বাঁ-হাতি স্পিনারের সঙ্গে ইতিমধ্যেই ড্যানিয়েল ভেত্তোরির তুলনা শুরু হয়ে গিয়েছে। ১৬ বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটেছিল ভেত্তোরির। তবে বল হাতে এখনও পরীক্ষা বাকি আছে আগারের।
|