টুকরো খবর |
অধ্যাপক সম্মানিত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কলেজস্তরে অন্যতম সেরা গবেষক হিসাবে সিকিমের গভর্নমেন্ট কলেজের রসায়নের অধ্যাপক ভাস্কর চক্রবর্তীকে আন্তর্জাতিক মানের ‘কোস্টাল কেমিক্যাল রিসার্চ সোসাইটি অ্যাওয়ার্ড ২০১৩’ দেওয়া হচ্ছে। ১৩ জুলাই বিশাখাপত্তনমে গীতম বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ওই পুরস্কার দেওয়া হবে। উদ্যোক্তারা জানান, ২০১২-২০১৩ সালে বিদেশে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন জার্নালে প্রকাশিত তাঁর গবেষণার বিষয়গুলি জন্যই তাঁকে ওই পুরস্কার দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন কেমিক্যাল সোসাইটিগুলির মধ্যে কোস্টাল কেমিক্যাল রিসার্চ সোসাইটি অন্যতম। দেশের ৫ গবেষককে তারা এ বার সম্মান জানাচ্ছেন। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক তাঁকে ভারত শিক্ষারত্ন সম্মানও দিয়েছে।
|
ব্লকে ব্লকে ইংরেজি মাধ্যম স্কুল চায় ত্রিপুরা |
স্কুল স্তরে ইংরেজির গুরুত্ব আরও বাড়তে চলেছে ত্রিপুরায়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি ব্লকে একটি করে ইংরেজি মাধ্যম সরকারি স্কুল চালুর পরিকল্পনা করছে বামফ্রন্ট সরকার। স্কুল শিক্ষা দফতরের সচিব বনমালি সিনহা বলেন, ‘‘এ নিয়ে আলোচনা চলছে। তবে চলতি শিক্ষাবর্ষে তা বাস্তবায়িত করা সম্ভব নয়।’’ তিনি জানান, ব্লক স্তরে ইংরেজি মাধ্যম স্কুল চালু করতে হলে আগে পরিকাঠমোর উন্নয়ন করা জরুরি। রাজ্যের বিরোধী কংগ্রেস নেতা রতনলাল এ বিষয়ে বলেন, ‘‘আটটি জেলার ২৩টি মহকুমার সব ক’টিতে এখনও ইংরেজি মাধ্যম সরকারি স্কুলই নেই। ব্লকে ব্লকে তা তৈরি করা অনেক দূরের কথা।’’ ত্রিপুরায় ব্লকের সংখ্যা ৪৫টি। সে সব এলাকায় সরকারি খরচে ইংরেজি মাধ্যম স্কুল চালু করতে হলে আগে সব রকমের পরিকাঠামোর উন্নয়ন করা জরুরি— তা মেনে নিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীও। তিনি বলেন, ‘‘স্কুল শিক্ষকদের জন্য এ রাজ্যে প্রশিক্ষণ কেন্দ্রের অভাব রয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের সংখ্যাও তা-ই প্রয়োজনের তুলনায় কম।”
|
ভুয়ো স্ট্যাম্প তৈরির অভিযোগ |
ভুয়ো স্ট্যাম্প তৈরি করে সরকারি তহবিলের টাকা তোলার দায়ে জেলে গেলেন মিজোরামের কংগ্রেস বিধায়ক আর এল পিয়ানমাওয়াইয়ার। আসন্ন বিধানসভা ভোটের আগে এই ঘটনায় বড় ধাক্কা খেল শাসক দল কংগ্রেস। ঘটনার সূত্রপাত এপ্রিল মাসে। সরকারি সূত্রের খবর, গ্রামের একটি সড়ক মেরামতির আর্জি নিয়ে তুইভাল কেন্দ্রের বিধায়ক পিয়ানমাওয়াইয়ার সঙ্গে দেখা করেছিলেন উত্তর সেরজাওল গ্রামের বাসিন্দারা। আইজল জেলাশাসকের দফতর থেকে এই খাতে টাকা যায় গ্রাম পরিষদের কাছে। অভিযোগ, গ্রাম পরিষদের নকল স্ট্যাম্প তৈরি করে এলাকা উন্নয়ন তহবিল থেকে এক লক্ষ টাকা তুলে ওই গ্রামের বাসিন্দাদের দেন বিধায়ক। গ্রাম পরিষদের বোর্ড লাগিয়েই সড়কটি মেরামত করেন তাঁরা। গ্রাম পরিষদের ক্ষমতায় থাকা বিরোধী মিজো ন্যাশনাল ফ্রন্টের অধীনে। তারা বিষয়টি নিয়ে আপত্তি তোলে। দলের সচিব কে লালডিনথানা এ নিয়ে এফআইআর করেন। পিয়ানমাওয়াইয়া গতকাল আগাম জামিনের আবেদন জানালেও বিচারক তা নাকচ করে দেন। আজ তিনি আত্মসমর্পণ করেন। সিজেএম আদালতের বিচারক তাঁকে জেলে পাঠাবার নির্দেশ দেন।
|
দু’টি বিশ্ববিদ্যালয়ের ভাবনা রায়বরেলীতে |
সনিয়া গাঁধীর নির্বাচন কেন্দ্র রায়বরেলী। অথচ গত বিধানসভা ভোটে সেখানকার সাতটি কেন্দ্রেই পরাস্ত হওয়ার পর এবার ‘মিশন রায়বরেলী’তে নেমে পড়ল কংগ্রেস। এক ধাক্কায় রায়বরেলীর জন্য বৃহস্পতিবার দুটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ঘোষণা করে দিল কেন্দ্র। প্রথমটি মহিলাদের জন্য ইন্দিরা গাঁধী জাতীয় বিশ্ববিদ্যালয়। শুধু মহিলাদের জন্য এই প্রথম কোনও বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পে কেন্দ্র খরচ করবে ৫০০ কোটি টাকা। এরই পাশাপাশি রায়বরেলীতে একটি অসামরিক বিমান পরিবহণ সংক্রান্ত বিশ্ববিদ্যালয় গড়ে তোলার সিদ্ধান্ত নিল সরকার। জাতীয় স্তরের দু’টি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য সংসদের আসন্ন অধিবেশনে বিল পেশ করবে সরকার। অনেকের মতে, বিধানসভা ভোটের ফল দেখে গাঁধী পরিবার প্রকৃতই রায়বরেলী নিয়ে চিন্তিত। তাই এ বার কংগ্রেস কোনও ঝুঁকি নিতে চাইছে না। তা ছাড়া এ বার রায়বরেলী থেকে প্রিয়ঙ্কা বঢ়রা ভোটে লড়তে পারেন। সে ক্ষেত্রেও মহিলা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার আলাদা তাৎপর্য রয়েছে।
|
বিপর্যয় ঠেকাতে পাঠ্যক্রম ত্রিপুরায় |
এ বার স্কুলস্তরেও ‘প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা’ বিষয়টি অন্তর্ভুক্ত করতে উদ্যোগী হল ত্রিপুরা সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমের পাশাপাশি রাজ্যের কারিগরি শিক্ষাকেন্দ্রগুলিতেও বিষয়টি পড়াতে কেন্দ্রীয় শিক্ষা সংস্থা এনসিআরটি, রাজ্যের এসসিআরটি কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। আজ ত্রিপুরার অর্থ ও পূর্ত দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বাদল চৌধুরী এ কথা জানান। বাদলবাবু জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বর্তমানে সকলেরই প্রস্তুত থাকা জরুরি। এ জন্য ছাত্রছাত্রীদের বিশেষ ভাবে প্রশিক্ষিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের অতি-ভূমিকম্পপ্রবণ জেলা— ঊনকোটি, উত্তর ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা, খোয়াই ও সিপাহিজলার কয়েকটি স্কুলে কর্মশালাও করা হবে। বিপর্যয় মোকাবিলার বিষয়টি স্কুলস্তর থেকে পড়ানো শুরু হলে ভবিষ্যৎ প্রজন্মের মানুষ আরও উপকৃত হবেন।
|
ধর্ষিতার জিভ কাটার চেষ্টা |
এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে জেলে রয়েছে ছোট ভাই। সে যাতে কোনও ভাবেই আদালতে সাক্ষ্য দিতে না পারে তার জন্য নির্যাতিতা মেয়েটির জিভ কেটে ফেলার চেষ্টা করল অভিযুক্তের দাদা। ঘটনাটি উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার জেঠওয়ারা এলাকার। পুলিশ জানায়, লালজিভ নামের ওই ব্যক্তি-সহ মোট তিন জন বুধবার মাঝ রাতে তাঁদের বাড়িতে ঢুকে হামলা চালায়। ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করে দেয় মেয়েটির মুখ। তার জিভ কেটে ফেলারও চেষ্টা করে। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই মেয়েটির জিভে গভীর ক্ষত রয়েছে। তার ফলে সাময়িক ভাবে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে সে।
|
পণ নিয়ে হাতাহাতি |
বিয়ের মণ্ডপেই কনের বাড়ির লোকজনের সঙ্গে হাতাহাতির জেরে জখম হলেন পাত্র। গুরুতর আহত অবস্থায় স্থানীয় এক হাসপাতালে এখন তিনি চিকিৎসাধীন। বুধবার রাতের ঘটনা। কনের গায়ে নকল গয়না দেখে বেদম চটে যায় পাত্রপক্ষ। এরপরই কনের বাড়ির লোকজনের সঙ্গে মারপিট শুরু হয় তাঁদের। পুলিশ জানিয়েছে, পাত্রপক্ষের তরফে কনের বাবার কাছে ৫ ভরি গয়না ও দু’লক্ষ টাকা নগদ চাওয়া হয়েছিল। পাত্রীপক্ষ সেই দাবি না মেটানোয় বিবাদ শুরু হয়। বিয়েতে পণ চাওয়ার অভিযোগে পাত্রের মাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিএসএনএল সংস্থায় কর্মরত বলে জানা গিয়েছে।
|
৭ বছর পরেও মেলেনি ক্ষতিপূরণ |
লোকাল ট্রেনে বোমা বিস্ফোরণের ঘটনার পর কেটে গিয়েছে সাত সাতটা বছর। কিন্তু এখনও পর্যন্ত মহারাষ্ট্র সরকারের তরফে পালন করা হয়নি কোনও প্রতিশ্রুতিই। ক্ষতিপূরণ তো দূরের কথা, নিদেন পক্ষে চিকিৎসার খরচটুকুও ফেরত পাননি তাঁরা, জানালেন ২০০৬-এর জুলাই মাসে বিস্ফোরণের ওই ঘটনায় জখম আলউইন নামের এক ব্যক্তি।
|
পুরনো খবর: মুম্বইয়ের ট্রেনে পরপর বিস্ফোরণে নিহত ১৫০
|
সারদার প্রাক্তন কর্তা ধৃত |
ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে রাজ্য প্রশাসনের অভিযান এখনও চলছে। পুলিশ জানায়, আজ বনমালিপুরে সারদা গোষ্ঠীর একটি অফিসের প্রাক্তন কর্তা সুপর্ণা সাহাকে গ্রেফতার করা হয়। ওই অফিসটি অনেকদিন থেকে বন্ধ রয়েছে। ধৃতকে আজ আদালতে তোলা হলে হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।
|
মিছিল নিষিদ্ধ |
জাত-ভিত্তিক মিছিলে আপাতত স্থগিতাদেশ জারি করল ইলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। এই মর্মে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির পাশাপাশি কেন্দ্রীয় নির্বাচন কমিশন, প্রধান প্রধান রাজনৈতিক দল যেমন বিএসপি, কংগ্রেস, বিজেপি-র কাছে নোটিসও পাঠানো হয়েছে আদালতের তরফে। নির্বাচনের মুখে মুখে আদালতের এই সিদ্ধান্তে কপালে ভাঁজ পড়েছে রাজনৈতিক দলগুলির। |
|