খানা খন্দে ভর্তি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে একটি পাথর বোঝাই ট্রাকের তলায় পিষ্ট হলেন এক সাইকেল আরোহী। বৃহস্পতিবার শান্তিনিকেতনের চিত্রা মোড়ের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তোরে মারান্ডি (৪৯)। তাঁর বাড়ি শান্তিনিকেতন লাগোয়া বনেরপুকুর ডাঙায়। বিপদ বুঝে রাস্তার উপরেই ট্রাক ছেড়ে চালক ও খালাসি চম্পট দেন। দুর্ঘটনার পরে ক্ষুব্ধ জনতা ওই ট্রাকে ভাঙচুর চালান। এমনকী আগুন ধরানোরও চেষ্টা করেন। পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ওই ঘটনাটি ঘটে। শান্তিনিকেতন রাস্তার উপর চিত্রা মোড়ের কাছে তোরে মারান্ডি নিজের সাইকেলে বোলপুরের দিকে যাচ্ছিলেন। পিছন দিক থেকে দ্রুত গতিতে একটি পাথর বোঝাই ট্রাক লালপুলের দিকে যাচ্ছিল।
ওই সময়ে তোরে মারান্ডি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা ওই ট্রাক সঙ্গে সঙ্গে তাঁকে চাপা দিয়ে দেয়। ঘটনাস্থলেই মারা যান ওই সাইকেল আরোহী। ঘটনার পরে চাকল-খালাসীহীন ওই ট্রাকের হামলা চালায় ক্ষুব্ধ জনতা। ভাঙচুর চালানোর পাশাপাশি উত্তেজিত জনতা তাতে আগুন ধরানোর চেষ্টাও করেন। খবর পেয়ে বোলপুর থানার আইসি দেবকুমার রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে চলে আসে। পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিনও। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ রাস্তা থেকে মৃতদেহটি তুলে বোলপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। ওই ট্রাকের চালক ও খালাসির খোঁজ চলছে। বেহাল রাস্তা ও অনিয়ন্ত্রিণ ট্রাফিক-ব্যবস্থার জন্য বোলপুর শহরে বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। |