বাড়ি থেকে কাজে যাওয়ার পথে বোমার আঘাতে এক নৈশপ্রহরীর মৃত্য হয়েছে। মঙ্গলবার মালদহ থানার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের সামনে ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, জখম ওই নৈশপ্রহরীকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। নিহতের নাম জুল্লু শেখ (৫৫)। তাঁর বাড়ি পুরাতন মালদহের জলঙ্গা গ্রামে। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বোমা মেরেই ওই নৈশপ্রহরীকে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নারায়ণপুরের একটি সারের গুদামে জুল্লু শেখ-সহ তিন জন রাতে পাহারার কাজ করেন। রাতে জুল্লু শেখ বাড়িতে খাবার খেয়ে সাইকেলে চেপে সারের গুদামের দিকে যাচ্ছিলেন। গুদামের কাছে পিছনের দিক থেকে তাঁকে লক্ষ করে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। জোর শব্দে আশেপাশের লোকজন গাড়ির চাকা ফেটেছে ভেবে রাস্তার দিকে আসেন। বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, রাস্তার ধারে নিহত মুখ থুবড়ে পড়েছিলেন। তাঁর পিঠে জখম ছিল। গুদামের বাকি দু’জন নৈশপ্রহরী ও আশপাশের লোক তাঁকে মালদহ মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করেন। বুধবার সকালে কলকাতায় নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহতের বাড়ির লোকজনের নালিশ, কয়েক দিন আগে নারায়ণপুরের কয়েকজন ব্যক্তির সঙ্গে জুল্লু’র বচসা হয়েছিল। বিষয়টি পুলিশকে খতিয়ে দেখতে বলা হয়েছিল।
|
এক ক্ষুদ্র ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে ২০ হাজার টাকা লোপাট হয়ে যাওয়ার ঘটনায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে-এর ম্যানেজার ও জেনারেল ম্যানেজারকে ৩২ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে মালদহ ক্রেতা সুরক্ষা আদালত। গত সোমবার আদালতের বিচারক ভীমদাস মান্না ও দেবদাস মুখোপাধ্যায় ওই নির্দেশ দিয়েছেন। ব্যাঙ্কের খেজুরিয়া শাখার ম্যানেজার মনোজ চৌধুরী বলেন, “ক্রেতা সুরক্ষা আদালতের নির্দেশ পেয়েছি। গ্রাহককে ৩২ হাজার টাকা দেওয়া হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” মনোজবাবুর দাবি, ঘটনায় সময় এই শাখায় ছিলাম না। যতটুকু শুনেছি, মামলাকারী গ্রাহকের ভাই দাদা’র পাশ বই নিয়ে জাল সই করে টাকা তুলে নিয়েছিলেন বলে অভিযোগ। ব্যাঙ্কের রিজিওন্যাল ম্যানেজার সঞ্জয় রায় বলেন, “ক্রেতা সুরক্ষা আদালতের রায়ের কপি পাইনি। তবে আদালতের নির্দেশ মানতেই হবে। ক্ষতিপূরণের টাকা ক্রেতা আাদালতের মাধ্যমে ওই ব্যবসায়ায়ীকে দেওয়া হবে।” আদালত সূত্রে জানা যায়, বৈষ্ণবনগর থানার বিল্লাটোলা লোকো কলোনিতে হরেক মালের ব্যবসায়ী শক্তিপদ মণ্ডলের বাড়ি। গত ২০০৯ সালে এপ্রিল মাসে তিনি দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে ২০ হাজার টাকা উধাও। ব্যাঙ্কে গিয়ে সমস্যার সুরাহা না হওয়ায় ওই বছরের জুন মাসে ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করেন। তিনি বলেন, “প্রথমে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায়, আমিই না কী টাকা তুলে নিয়েছি। কে বা কারা ভুয়ো সই করে টাকা তুলেছে তা দেখার জন্য বলি। কিছু না হওয়ায় মামলা করি।”
|
বাজারে বোমা বিস্ফোরণের ঘটাল দুষ্কৃতীরা। ঘটনায় হতাহতের খবর নেই। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ ধুবুরি জেলার গোলকগঞ্জ থানা লাগোয়া গোলকগঞ্জ বাজারে ঘটনাটি ঘটে। রাতে বাজারের একটি মুদি দোকানের সামনে প্রচন্ড শব্দে বোমাটি ফাটে। ওইদিন সকাল থেকে পৃথক কামতাপুর রাজ্যের দাবি এবং কোাচরাজবংশীদের তফসিলি জাতিতে অর্ন্তভুক্তির দাবিতে সারা অসম কোচরাজবংশী ছাত্র সংস্থার ডাকা ৩৬ ঘন্টা বন্ধে বাজার বন্ধ ছিল। |