বার্ড ফ্লু প্রতিরোধে আগাম সর্তকতা নিতে চলেছে দার্জিলিং জেলা প্রশাসন। নকশালবাড়ি লাগোয়া নেপালে বার্ড-ফ্লু’র খবরে ওই সতর্কতা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত শুক্রবার প্রাণী সম্পদ বিকাশ দফতর থেকে চিঠি পাঠিয়ে তা জানানো হয়েছে। মূলত মহকুমার খড়িবাড়ি, নকশানবাড়ি এলাকার বাসন্দাদের বার্ড ফ্লু ব্যাপারে সতর্ক করা হয়েছে। বুধবার মহকুমাশাসকের দফতরে এ ব্যাপারে বিশেষ বৈঠক হয়। নেপাল থেকে কোনও পোলট্রি গাড়ি এলাকায় প্রবেশ না করে তার দিকে বিশেষ নজর দেওয়ার কথা জানান হয়। মহকুমাশাসক রচনা ভগত বলেন, “কোথাও বার্ড ফ্লু হলে তার ১০ কিলোমিটার এলাকার মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। সে কারণে সতর্কতা ব্যবস্থা নিতে বলা হয়েছে।”
|
ভগিনী নিবেদিতার স্মৃতি বিজড়িত দার্জিলিঙের ‘রায় ভিলা’ আনুষ্ঠানিক ভাবে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের হাতে হস্তান্তর হল। বুধবার নিবেদিতা এডুকেশনাল অ্যান্ড কালচারাল সেন্টারের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। এ দিন রাজ্য সরকারের তরফে গৌতমবাবু ওই ভবনের চাবি ও হস্তান্তরের যাবতীয় নথি মিশন কর্তৃপক্ষের হাতে তুলে দেন। সেখানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামী নিত্যসত্যানন্দ মহারাজ, শিলংয়ের রামকৃষ্ণ মিশনের প্রধান অচ্যুতেষানন্দ মহারাজ, জিটিএ-এর তরফে বিধায়ক তিলক দেওয়ান, প্রধান সচিব রামদাসী মিনা, জেলাশাসক সৌমিত্র মোহন, পুলিশ সুপার কুণাল অগ্রবাল প্রমুখ। ওই ভবন থেকে একাধিক কর্মকান্ড পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। আগামী দিনে উৎকর্ষ চর্চা কেন্দ্র গড়ে তোলা হবে বলে মন্ত্রী জানান।
পুরনো খবর: দার্জিলিঙের ‘রায় ভিলা’ রামকৃষ্ণ মিশনের হাতে
|
চারদিন ধরে শিক্ষিকা না আসায় শিশুশিক্ষা কেন্দ্রে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বুধবার আলিপুরদুয়ার ২ ব্লকের তুরতুরি গ্রাম পঞ্চায়েতের ধওলা বস্তি শিশুশিক্ষা কেন্দ্রে তাঁরা তালা লাগিয়ে দেন। প্রতিদিনই পড়ুয়ারা বৃষ্টির মধ্যে এলেও ক্লাস না হওয়ায় ফিরে যেতে বাধ্য হচ্ছে। সে কারণেই এদিন গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেন। |