টুকরো খবর
উদ্ধার নিখোঁজ কিশোরের দেহ
দু’দিন নিখোঁজ থাকা এক কিশোরের দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ফলতার মহিরামপুর গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দেবব্রত সর্দার (১৮)। বাড়ি স্থানীয় কলাগাছিয়া গ্রামে। পুলিশ সূত্রের খবর, আংশিক মানসিক ভারসাম্যহীন ওই কিশোর সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার পরিবারের লোকেরা থানায় নিখোঁজ ডায়েরি করেন। এ দিন সকালে স্থানীয় বাসিন্দারা গ্রামের কাছে একটি ঝোপে দেবব্রতর দেহটি পড়ে থাকতে দেখেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটি ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

বিয়ের আগেই বাড়িতে ডাকাতি
বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকার অলঙ্কার ও নগদ টাকা লুঠের ঘটনা ঘটল গাইঘাটার ঠাকুরনগরের বড়া গ্রামে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ চক্রবর্তীর বাড়িতে। টের পেয়ে ঘর থেকে বেরিয়ে আসেন বিশ্বনাথবাবুর স্ত্রী শিখাদেবী। ছেলেদের ডাকেন। দুষ্কৃতীরা তাঁর কাঁধে ভোজালির কোপ মারে। তাঁর কাঁধে দুটি সেলাই পড়েছে। আক্রান্ত পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিবারের ছোট ছেলে মিলন চক্রবর্তীর বিয়ে আগামী রবিবার। সেই কারণে বাড়িতে অলঙ্কার কেনা ছিল। তাঁদের দাবি, দুষ্কৃতীরা প্রায় ১৩ ভরি সোনার গহনা, নগদ ২৫ হাজার টাকা, ও চারটি মোবাইল লুঠ করে নিয়ে গিয়েছে। দুষ্কৃতীদের মুখে গামছা বাঁধা ছিল। পুলিশের অনুমান, স্থানীয় দুষ্কৃতীরাই এই ঘটনায় যুক্ত।

অবরোধে দু’ঘণ্টা স্তব্ধ বিটি রোড
চটকলের শ্রমিকদের অবরোধে বুধবার সকালে দু’ঘণ্টারও বেশি সময় অচল হয়ে থাকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের একমাত্র রাজ্য সড়ক বিটি রোড। টিটাগড়ে লুমটেক্স চটকলের শ্রমিকেরা বকেয়া টাকা ও পিএফের দাবিতে সকাল ১০টা নাগাদ পথ অবরোধ শুরু করেন। সড়কপথ আটকে থাকায় মেন লাইনের ট্রেনেও বাদুড়ঝোলা ভিড় হয়। শ্রমিকদের অভিযোগ, চটকল-কর্তৃপক্ষ দেড় মাস ধরে টাকা দিচ্ছেন না। ব্যারাকপুরের মহকুমাশাসক জানান, সহকারী শ্রম কমিশনার ঘটনাস্থলে গিয়ে ২৩ জুলাই ত্রিপাক্ষিক বৈঠকের আশ্বাস দিয়েছেন। তার পরেও কাজ না-হলে প্রশাসন পদক্ষেপ করবে। প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ হাবরায়
কংগ্রেস-তৃণমূল মারামারিতে উত্তেজনা ছড়াল হাবরার পিথিবা গ্রাম পঞ্চায়েতের মারাকপুর এলাকায়। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাতে। কংগ্রেসের অভিযোগ, তৃণমূলের মারে তাঁদের এক দলীয় কর্মী আহত হয়েছেন। তাঁদের এক গ্রাম পঞ্চায়েতের প্রার্থী এলাকায় ঢুকতে পারছেন না বলেও অভিযোগ। তৃণমূলের পাল্টা অভিযোগ, তাঁদের এক পঞ্চায়েত প্রার্থীকে মারধর করেছে কংগ্রেস। পুলিশ তদন্ত শুরু করেছে।

লরির ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় আরামবাগের কাবলে ও মায়াপুরের মাঝে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আনসার মোল্লা (৫৮)। বাড়ি আরামবাগের চকহাজি গ্রামে। তিনি স্থানীয় মধুরপুরে মেয়ের বাড়ি থেকে ফিরছিলেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক লরিটি নিয়ে চালক পলাতক। পুলিশ তল্লাশি শুরু করেছে। মৃতদেহটি ময়নয়তদন্তে পাঠানো হয়েছে।

কৃষকদের সরঞ্জাম
কৃষকদের মধ্যে সরঞ্জাম বিলির অনুষ্ঠান হল দেগঙ্গায়। সোমবার দেগঙ্গার দক্ষিণ কলসুরে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ওই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন ব্লক কৃষি আধিকারিক দীপক বিশ্বাস, স্বপন রায়, হাসান মণ্ডল প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.