কেউ কিছু বলতে গেলেই উনি বলছেন সিপিএম এবং মাওবাদী। আপনারা এ বার ভোটের মাধ্যমে ওকে বলুন ‘এবার আপনি চুপ’।
মঙ্গলবার অশোকনগরের দীঘিরহাট প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বামফ্রন্টের পঞ্চায়েতের সভায় এই কথাই বললেন রাজ্যের প্রাক্তন আবাসনমন্ত্রী গৌতম দেব। উপস্থিত ছিলেন অশোকনগরের প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর। সিপিআইয়ের জেলা সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এ দিনের সভায় গৌতমবাবু বলেন, “লোকসভা ভোটের আগে নিজের ক্ষমতা বাড়ল না কমল তা দেখাতে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পঞ্চায়েত ভোট এড়াতে চেয়েছিলেন। শিলাদিত্য সারের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করায় তাঁকে বলেছিলেন মাওবাদী। কামদুনির মহিলারা বলেছিলেন, দিদি আমাদের কিছু কথা আছে। উনি বললেন, চোপ। কেউ কিছু বলতে গেলেই উনি বলছেন সিপিএম এবং মাওবাদী। আপনারা ভোটের মাধ্যমে ওকে বলুন ‘এ বার আপনি চুপ’।” |
অশোকনগরে নির্বাচনী সভায় গৌতম দেব।—নিজস্ব চিত্র। |
মমতার সমালোচনা করে এ দিন গৌতমবাবু বলেন, “উনি দিল্লি থেকে পুলিশ আনতে ভয় পাচ্ছেন কারণ দিল্লি পুলিশ নেতাদের একটু বেশি পেটায়। দু’বছর দু’মাসে উনি জনগণের জন্য কি করেছেন? একটি কারখানার নামও বলতে পারবেন না যেটা তৈরি করেছেন। পঞ্চায়েতে আপনারা আমাদের শক্তি না দিলে আমরা নরেন্দ্র মোদীকে ঠেকাতে পারব না। আমাদের জেলা পরিষদ দিন। আমরা সংশোধিত হয়েছি কিনা, ভুল থেকে শিক্ষা নিয়েছি কিনা তা দেখার জন্য একবার আমাদের সুযোগ দিন।” |