টুকরো খবর
সিপিএম নেতা ধৃত শালবনিতে

পুরনো অস্ত্র মামলায় সিপিএমের এক নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত শান্তি ভুঁইয়ের বাড়ি শালবনি থানার ডাঙ্গরপাড়ায়। তিনি সিপিএমের ভাদুতলা লোকাল কমিটির সম্পাদক। বুধবার দুপুরে বাড়ি থেকেই তাঁকে ধরে পুলিশ। আগেও একাধিক মামলায় গ্রেফতার হয়েছেন শান্তিবাবু। পরে আদালত থেকে জামিন পান। এ দিকে, পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগের দিন এই সিপিএম নেতার গ্রেফতার ঘিরে শুরু হয়েছে চাপানউতোর। সিপিএমের অভিযোগ, তৃণমূলের পরিকল্পনা মতো পুলিশ কাজ করছে। মিথ্যে মামলায় শান্তিবাবুকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, তৃণমূলের বক্তব্য, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের। পুলিশ পুলিশের কাজ করেছে। পুলিশ সূত্রে খবর, একটি অস্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন এই ব্যক্তি। নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বুধবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।

ভোটের ডিউটিতে এসে পুলিশকর্মীর অপমৃত্যু
ভোটের ডিউটিতে এসে এক পুলিশ কনস্টেবলের অস্বাভাবিক মৃত্যু হল শালবনিতে। মৃতের নাম কৃষ্ণ টুডু (৩৫)। পুলিশ জানিয়েছে, কৃষ্ণবাবু হাওড়া কমিশনারেটের কনস্টেবল ছিলেন। ভোটের জন্য তাঁকে শালবনিতে পাঠানো হয়েছিল। পুলিশ সূত্রের খবর, ওই এলাকার গোবরু বুথে তাঁর দায়িত্ব ছিল। বুধবার তিনি শালবনির বিডিও অফিস থেকে ভোটকর্মীদের নিয়ে দুপুরেই ওই বুথে পৌঁছে গিয়েছিলেন। তারপর থেকেই তাঁর খোঁজ মিলছিল না। পরে বুথ থেকে কিছু দূরে এক পুকুরের ধারে তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে কৃষ্ণবাবুকে শালবনি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। কারণ, মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না।

ঐতিহ্যের রথ ঘুরল শহর
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল রথযাত্রা উৎসব। মেদিনীপুর-খড়্গপুর দুই শহরেই মেলা বসে। মেলায় ছোট ছোট ছেলেমেয়েদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জগন্নাথ মন্দির সংস্কার কমিটির উদ্যোগে এ বারও মেদিনীপুরে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। বুধবার বিকেলে মন্দিরের সামনে জগন্নাথ-বলরাম-সুভদ্রার রথ বেরোয়। শহর পরিক্রমা করে। স্কুলবাজার, বটতলাচক, এলআইসি মোড়, গোলকুঁয়াচক, ছোটবাজার ঘুরে রাতে পৌঁছয় নতুনবাজারে মাসীবাড়িতে। শহর ও শহরতলির বহু মানুষ রথ দেখার জন্য বিকেল থেকে রাস্তার দু’পাশে সারি দিয়ে দাঁড়িয়ে থাকেন। রথ এলে রশিতে টান দেন। খড়্গপুরে জগন্নাথমন্দিরের সামনে মেলা বসে। এক সপ্তাহ ধরে চলবে মেলা। রথ ঘিরে সরগরম ছিল রেলশহরের তালবাগিচা, সুভাষপল্লি এলাকাও।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.