নজরে ত্রি-স্তর পঞ্চায়েত

ভোটের সাজ মেদিনীপুর শহরেও।


গ্রাম পঞ্চায়েত ২৯০টি
পঞ্চায়েত সমিতি ২৯টি
মোট ভোটার ৩৪ লক্ষ ৭৬ হাজার ৮৪১ জন
মোট বুথ ৪৭৪৭টি
গ্রাম পঞ্চায়েত আসন ৩৮৪৬
পঞ্চায়েত সমিতির আসন ৭৯৮
জেলা পরিষদের আসন ৬৭
মোট প্রার্থী
গ্রাম পঞ্চায়েতে ৮০৭৮
তৃণমূল ৩৮০০
বিজেপি ২৫৩
ফব ২০
সিপিআই ২২১
সিপিএম ১৯৬৩
কংগ্রেস ৬৫১
আরএসপি ১২

নির্দল

১১৫৮
পঞ্চায়েত সমিতিতে ১৯১০
তৃণমূল ৭৯৩
বিজেপি ৯৪
ফব
সিপিআই ৫২
সিপিএম ৫০৫
কংগ্রেস ১৮৫
নির্দল ২৭৪
জেলা পরিষদে ২৬৯
তৃণমূল ৬৭
বিজেপি ৩২
ফব
সিপিআই
সিপিএম ৬১
কংগ্রেস ৫০
নির্দল ৫৪

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসন
গ্রাম পঞ্চায়েতে ৯৪৬
তৃণমূল
সিপিএম
নির্দল
পঞ্চায়েত সমিতিতে ১৩৩
৫৮টি গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই তৃণমূলের দখলে।

নজরে নিরাপত্তা
পশ্চিম মেদিনীপুর

ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী আসছে ৫০ কোম্পানি। মাওবাদী দমনে আগে থেকেই
রয়েছে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের জন্য রাজ্য পুলিশ প্রায় ১০ হাজার।

ঝাড়গ্রাম পুলিশ জেলা
প্রথমে ঠিক হয়েছিল ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে। মাওবাদী তৎপরতা বাড়ার খবরে আরও ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। মাওবাদী দমনে আগে থেকেই ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলাতে ছিল।


নির্বাচন অবাধ ও শান্তির্পূণ করতে আমরা সব দিক দিয়েই প্রস্তুত।

দীপক ঘোষ,
যে কোনও সময় যে কেউ আক্রান্ত হতে পারে। বুথ দখল হতে পারে। তবে মানুষের উপরেই সব নির্ভর করে। সন্ত্রাসের পরোয়া না করে কামদুনির মতো মানুষ বেরিয়েও পড়তে পারে।
দীপক সরকার,
মনোনয়নের সময় থেকেই জেলায় শান্তি ছিল। নির্বাচনের দিনেও সেই শান্তি বজায় থাকবে বলেই আমার বিশ্বাস। আমাদের দলীয় কর্মীদের বলে দিয়েছি, কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না।
দীনেন রায়,

বিপদে পাশে
কন্ট্রোল রুম: ০৩২২২ - ২৭৫৩১৪/ ২৭৬৭৬৮/ ২৭৫৬৭১/২৭৫৫৭০
জেলা পর্যবেক্ষক, দীপক ঘোষ: ৮০০১৪৪০৭৪৩,
জেলাশাসক, সুরেন্দ্র গুপ্ত: ৯৪৩৪৭৫০৪০০

প্রস্তুতির নানা ছবি

ঘাটাল কলেজে ভোটকর্মীদের দেওয়া হচ্ছে ওষুধ।

দাসপুরের টালিভাটা বাজারে বাহিনী।


জাহালদার বাঁশিচক বুথে ভোটকর্মীরা এগিয়ে রাখছেন কাজ।

—নিজস্ব চিত্র।


ঘৃতখামে ভোটের প্রস্তুতি।
—নিজস্ব চিত্র।

অন্য মেজাজে। মেদিনীপুর কলেজিয়েট
স্কুলের মাঠে। ছবি: রামপ্রসাদ সাউ।


শেষ মুহূর্তে সব মিলিয়ে নেওয়া। শালবনিতে। ছবি: কিংশুক আইচ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.