এক নির্দল প্রার্থীর বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে আরামবাগের মলয়পুর-২ পঞ্চায়েতের দিহালপাড়া গ্রামে। অভিযোগ, প্রচার বন্ধ না করলে ওই নির্দল প্রার্থীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ইঙ্গিত আছে বলে মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত নির্দল প্রার্থীর নাম পম্পা মালিক। যদিও তিনি এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। পম্পাদেবীর অভিযোগ, “প্রতিশ্রুতি সত্ত্বেও তৃণমূল আমায় প্রার্থী করেনি। কিন্তু গ্রামের মানুষের দাবিতেই আমি নির্দল প্রার্থী হয়ে দাঁড়াই। শুরু থেকেই হুমকি চলছিল। আগে দিনের আলোয় হুমকি দিচ্ছিল। মঙ্গলবার রাতে আমার স্বামী লক্ষ্মীকান্ত মালিক ব্যবসায়িক কারণে বাড়িতে ছিলেন না। সেই সুযোগে রাতে বাড়ি ঢুকে হামলা করল।” তাঁর দাবি, “মতিয়ার মল্লিক, শীতল নায়েক-সহ জনা দশেক তৃণমূল নেতা-কর্মী ঘরে ঢুকে জানতে চায়, কেন প্রচারে বেরোচ্ছি। ঘরের আসবাব তছনছ করা হয়। প্রতিবাদ করলে চুলের মুঠি ধরে ঘরের ভিতর থেকে দাওয়ায় বের করে আমার পোশাক ছিঁড়ে দেয়।”
পম্পাদেবী আরামবাগের বিডিওর কাছে হামলার বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিশেও অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার সকালে ব্লক আধিকারিকেরা ঘটনাস্থলে আসেন। বিডিও প্রণব সাঙ্গুই বলেন, “তদন্ত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। পুলিশও তদন্ত শুরু করেছে।”
আরামবাগের তৃণমূল বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা জানান, বিষয়টি দলীয় স্তরে খতিয়ে দেখা হচ্ছে। |