হুগলি জেলায় শিয়াখালা থেকে গোপালপুর বাজার পর্যন্ত সাত কিলোমিটার কংক্রিট পথ গ্রামীণ যোগাযোগের ক্ষেত্রে বিরাট পরিবর্তন এনে দিয়েছে। কিন্তু কংক্রিট পথের দু’ফুট ভিতরে ঢুকে রয়েছে বিদ্যুতের খুঁটি। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অবিলম্বে খুঁটিগুলি সরানোর জন্যে হুগলি পূর্ত দফতর এবং স্থানীয় বিদ্যুৎ দফতর সুপারিটেনডেন্টের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
এ এফ কামরুদ্দীন আহমেদ। বাঁদপুর, হুগলি।
|
হাওড়া জেলার আমতা শহরের প্রবেশ পথ বাসস্ট্যান্ড দিয়ে ঘেরা। দূরপাল্লার বাস-সহ ট্রেকার, অটো এই স্ট্যান্ডে এসে দাঁড়ায়। স্ট্যান্ডের জায়গা যথেষ্টই অপরিসর। আমতা-১ বিডিও অফিস, আমতা বালিকা বিদ্যালয় এবং বিএলআরও অফিসও এখানেই। ছাত্রছাত্রী-সহ পথচারীদের ঝুঁকি নিয়ে পথ পারাপার করতে হয়। জায়গাটি যানজট মুক্ত করা দরকার।
অমল চট্টোপাধ্যায়। আমতা।
|
মৌড়িগ্রাম স্টেশন-সংলগ্ন ফ্লাইওভারের দু’দিকে দু’টি ওঠা-নামার সিঁড়ি রয়েছে। সন্ধ্যার সেখানে আলো না থাকায় খুবই অসুবিধা হয়।
শঙ্কর মল্লিক। সাঁকরাইল। |