‘পাইলট ভোলাটাইল ইঙ্ক’ দিয়ে ব্ল্যাঙ্ক চেকে ‘ক্যান্সেল্ড’ লিখিয়ে পরে কালি তুলে সেই চেক ব্যবহার করে একাধিক বার ব্যাঙ্ক জালিয়াতি করেছে অভিজিৎ সেন ওরফে শৌভিক ঘোষ। একাধিক ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত ওই যুবক মঙ্গলবার ধরা পড়েছে। ২০১১-র নভেম্বরে সৌতম রায় নামে মোমিনপুরের এক বাসিন্দা থানায় অভিযোগ জানান, ২ লক্ষ টাকার ঋণ পাওয়ানোর নামে এক যুবক তাঁর থেকে ৩টি চেক চায়। প্রথমটিতে অ্যাকাউন্ট খোলার জন্য ২৫,৬০০ টাকা লিখে দিতে বলে। পরের দু’টি চেক-এ ‘ক্যান্সেল্ড’ লিখতে বলে। ঘটনার তিন দিন পরে তিনি জানতে পারেন, একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে ২৫,৬০০ টাকা এটিএম কার্ডে তোলা হয়েছে। তাঁদের আর একটি অ্যাকাউন্ট থেকে ৪ লক্ষ ১০ হাজার টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষ জানান, ‘ক্যানসেল্ড’ চেকটি লেখার সময়ে শৌভিক একটি পেন এগিয়ে দেয়। তার কালি তুলে ফেলা যায়। শৌভিকের সঙ্গে প্রদীপ দাস ও সৌমেন মল্লিক নামে আরও দুই অভিযুক্তও ধরা পড়েছে।
|
মমতার পাঁপড়, জিলিপি পেলেন মন্ত্রী-সচিবেরা |
সল্টলেকের পথে শ্লীলতাহানি |