টুকরো খবর
কসবা-কাণ্ডে এ বার উইল
সম্প্রতি নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তির উইল তৈরি করেছিলেন সুলোচনাদেবী। কসবার ফ্ল্যাটে ওই বৃদ্ধার খুনের তদন্তে নেমে এ কথা জানতে পেরেছে পুলিশ। কয়েক জন আত্মীয় ও পরিচিতকে ওই সম্পত্তি ভাগ করে দিয়েছিলেন তিনি। সেই উইলকে কেন্দ্র করেই এই খুন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের ব্যাখা, শ্বাসরোধ করে মারার আগে সুলোচনাদেবীর মাথা একাধিক বার দেওয়ালে ঠুকে দেওয়া হয়েছিল। মুখ ও নাক চেপে ধরায় ওই অংশে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। নাকের উপরে হাতের ছাপ মিলেছে। ঘরে রক্তের মাঝে পাওয়া কয়েকটি পায়ের ছাপের নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু সুলোচনাদেবীকে যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছে তা এখনও উদ্ধার হয়নি। সুলোচনাদেবীর সহকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অতি পরিচিত কোনও ব্যক্তির সঙ্গে বিরোধ হয়েছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ।

পুরনো খবর:
‘জালিয়াত’ ধৃত
‘পাইলট ভোলাটাইল ইঙ্ক’ দিয়ে ব্ল্যাঙ্ক চেকে ‘ক্যান্সেল্ড’ লিখিয়ে পরে কালি তুলে সেই চেক ব্যবহার করে একাধিক বার ব্যাঙ্ক জালিয়াতি করেছে অভিজিৎ সেন ওরফে শৌভিক ঘোষ। একাধিক ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত ওই যুবক মঙ্গলবার ধরা পড়েছে। ২০১১-র নভেম্বরে সৌতম রায় নামে মোমিনপুরের এক বাসিন্দা থানায় অভিযোগ জানান, ২ লক্ষ টাকার ঋণ পাওয়ানোর নামে এক যুবক তাঁর থেকে ৩টি চেক চায়। প্রথমটিতে অ্যাকাউন্ট খোলার জন্য ২৫,৬০০ টাকা লিখে দিতে বলে। পরের দু’টি চেক-এ ‘ক্যান্সেল্ড’ লিখতে বলে। ঘটনার তিন দিন পরে তিনি জানতে পারেন, একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে ২৫,৬০০ টাকা এটিএম কার্ডে তোলা হয়েছে। তাঁদের আর একটি অ্যাকাউন্ট থেকে ৪ লক্ষ ১০ হাজার টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষ জানান, ‘ক্যানসেল্ড’ চেকটি লেখার সময়ে শৌভিক একটি পেন এগিয়ে দেয়। তার কালি তুলে ফেলা যায়। শৌভিকের সঙ্গে প্রদীপ দাস ও সৌমেন মল্লিক নামে আরও দুই অভিযুক্তও ধরা পড়েছে।

মমতার পাঁপড়, জিলিপি পেলেন মন্ত্রী-সচিবেরা
রথের রশি: ইস্কনের রথযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ঘোষণা করলেন, পশ্চিমবঙ্গ থেকে যাঁরা
পুরীতে বেড়াতে বা তীর্থ করতে যাবেন, রাজ্য সরকার তাঁদের থাকার বন্দোবস্ত করবে। সেখানে রাজ্য সরকার
এক একর জমি পেয়েছে। সেই জমিতেই হবে এই ব্যবস্থা। বুধবার সুদীপ আচার্যের তোলা ছবি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার রথযাত্রা উপলক্ষে মহাকরণে মন্ত্রী ও বিভিন্ন দফতরের সচিবদের পাঁপড় ও জিলিপি খাওয়ালেন। এ দিন মহাকরণে মন্ত্রিসভার বৈঠক ছিল। পঞ্চায়েত ভোটের জন্য মুখ্যমন্ত্রী জেলার মন্ত্রীদের আসতে নিষেধ করেছিলেন। বৈঠকে ছিলেন কলকাতা এবং লাগোয়া এলাকার মন্ত্রীরা। বৈঠক চলাকালীনই মন্ত্রীদের হাতে প্লেটে করে তুলে দেওয়া হয় পেল্লায় আকারের একটি পাঁপড় ও দু’টি করে জিলিপি। পরে মুখ্যমন্ত্রীর দফতরের কর্মীরা মহাকরণে বিভিন্ন দফতরের সচিবদের ঘরে ঘরে গিয়েও পাঁপড় ও জিলিপি খাইয়ে আসেন। মহাকরণ সূত্রের খবর, রথযাত্রা উপলক্ষে মুখ্যমন্ত্রী রেলের কেটারিং সংস্থা আইআরসিটিসি-কে পাঁপড় ও জিলিপি সরবরাহ করার দায়িত্ব দিয়েছিলেন। সচিবদের অনেকেই পাঁপড়, জিলিপি পেয়ে খুশি। তাঁদের আশা, উল্টোরথেও ব্যতিক্রম হবে না।

সল্টলেকের পথে শ্লীলতাহানি
সল্টলেকের বৈশাখী মোড়ে পাঁচ নম্বর জল ট্যাঙ্কের কাছে এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, মোহন সেরেস্তা নামে ধৃত যুবক মদ্যপ অবস্থায় ছিল। বুধবার রাতে ওই তরুণী জিম থেকে ফিরছিলেন। মোহন তখনই তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তরুণী বাড়ি গিয়ে সব জানালে তাঁর বাবা তাঁকে নিয়ে ফের ওই এলাকায় যান। মোহন তখনও সেখানে ছিল। স্থানীয় লোকজনের সহায়তায় তরুণীর বাবা তাকে ধরে পুলিশের হাতে দেন।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.