ট্রান্সফর্মার খারাপ হয়ে যাওয়ার জন্য এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে, এই অভিযোগে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। বুধবার দুপুরে কালনা শহরের বিদ্যুৎ দফতরের ডিভিশনাল ইঞ্জিনিয়ারের অফিসে (ডি ই) বিক্ষোভ দেখান কালনা ১ ব্লকের বাঘনাপাড়া পঞ্চায়েতের কেশবপুর, ফড়িংগাছি এবং খাসপুর গ্রামের কিছু বাসিন্দা। তাঁদের অভিযোগ, ১১ দিন আগে ওই তিনটি গ্রামের জন্য ব্যবহৃত ৬৩ কিলো বাইট ট্রান্সফর্মারটি বিকল হয়ে যায়। ফলে সন্ধ্যা হতেই ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে সমস্যা হয়। গরম থাকার ফলে এলাকাবাসীর রাতে ঘুমোতেও অসুবিধা হয়। বাসিন্দাদের দাবি, চাষের জন্য ব্যবহৃত দু’টি অগভীর নলকূপ থেকে জল তোলা হয় এই ট্রান্সফর্মারটির উপর নির্ভর করেই। ফলে এটি বিকল হয়ে যাওয়ায় সমস্যা দেখা দিয়েছে চাষেরও। কালনা থানার পুলিশ এলাকায় পৌঁছলে বিক্ষোভ উঠে যায়। ডিভিশনাল ইঞ্জিনিয়ারের অফিসের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, শীঘ্রই সমস্যার সমাধানে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।
|
কোনও আগাম বার্তা ছাড়াই শুধুমাত্র খেজুর এবং তালপাতার চাটাই বিছিয়ে দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের ভূমি, বস্ত্র, ক্ষুদ্র, কুটির শিল্প দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ। মঙ্গলবার দুপুরে কালনা ১ ব্লকের ধাত্রীগ্রাম পঞ্চায়েতের মুক্তকেশী তলায় এই বৈঠক হয়। |