প্রথম ছ’দিনে ২০ কোটি টাকা প্রতারণার হিসেব পাওয়া গেল শ্যামল সেন কমিশনের শিলিগুড়ি অফিসে। সম্প্রতি ওই অভিযোগ গুলি খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। কমিশনের দায়িত্বে থাকা প্রবীর রায় এ কথা জানান। অন্যদিকে শিলিগুড়ি জলপাইগুড়িতে সারদার কত সম্পত্তি রয়েছে ইত্যাদি বিষয় জানার জন্য সাতদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দার্জিলিং এর ঘুমে থাকা জমির কথা জানিয়েছেন তাঁরা। যার মূল্য ১ কোটি টাকা। পাশাপাশি মাটিগাড়ায় থাকা ফ্ল্যাটটির কথাও জানান তাঁরা। পুলিশ সূত্রে খবর, জলপাইগুড়িতে থাকা একাধিক সম্পত্তির কথাও জানিয়েছেন তাঁরা। লাটাগুড়িতে থাকা রিসর্ট, বানারহাটের জমির কথা জানিয়েছেন তাঁরা।
|
কংগ্রেস এবং সিপিএম ছেড়ে কয়েকশো নেতা-কর্মী-সমর্থক তাদের দলে যোগ দিল বলে দাবি করল তৃণমূল। মঙ্গলবার শিলিগুড়িতে মন্ত্রী তথা দলের জেলা সভাপতি গৌতম দেবের হাত থেকে দলীয় পতাকা নেন তাঁরা। ছিলেন শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্যও। গৌতমবাবু বলেন, “সমরনগর, শিবনগর এলাকার প্রায় ২০০ কর্মী সমর্থক রমেশ শা’র তৃণমূলে যোগ দিয়েছেন। পুষ্পাঞ্জলি অধিকারির নেতৃত্বে সিপিএম থেকেও অনেকে এসেছেন। মহিলা ও সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে রয়েছেন।” কংগ্রেসের জেলা কমিটির অন্যতম সাধারণ সম্পাদক জীবন মজুমদারের দাবি, “দু বছর আগেই রমেশবাবুকে বহিষ্কার করা হয়েছে।” সিপিএমের শিলিগুড়ি জোনাল কমিটির সম্পাদক মুকুল সেনগুপ্ত জানান, পুষ্পাঞ্জলি অধিকারী বলে তাঁদের কেউ নেই। তা ছাড়া, সিপিএম ছেড়ে কেউ তৃণমূলে যাননি।
|
মঙ্গলবার সকালে কালচিনি ব্লকের দলসিং পাড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা বধূর নাম সরস্বতী ছেত্রী (২১)। প্রাথমিক তদন্ত করে পুলিশ জানিয়েছে, বিষক্রিয়াতেই বধূর মৃত্যু হয়। ওই ঘটনায় পুলিশের তরফে এক অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। |