টুকরো খবর
নিখোঁজের দেহ মিলল পুকুরে
গলায় গামছা জড়ানো অবস্থায় পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। সন্দেশখালির দক্ষিণ আখড়াতলায় সোমবার বিকেলে এই ঘটনায় উত্তেজনা দেখা দেয়। পুলিশ জানিয়েছে, কার্তিক পাল (৩৮) নামে ওই ব্যক্তির বাড়ি হাসনাবাদের ট্যাংরামারি গ্রামে। গত রবিবার থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ, মারধর করে ওই ব্যক্তিকে পুকুরে ফেলে দেওয়া হয়। সন্দেশখালি থানার ওসি সঞ্জীব সেনাপতি বলেন, “একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পেলে এটা খুন কি না বলা যাবে না।”

দুর্ঘটনায় বিকল গেট, বন্ধ ট্রেন
মাল বোঝাই লরির ধাক্কায় টিটাগড়ের ও ব্যারাকপুরের মাঝখানে ১২ নম্বর রেলগেট বিকল হয়ে পড়ায় মঙ্গলবার রাতে শিয়ালদহ মেন শাখায় রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে যায়। রেল সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটে রাত ৯টার কিছু পরে। তার জেরে মেন শাখায় আপ ও ডাউন লাইনে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা অকেজো হয়ে যায়। আধ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে ট্রেন চলাচল। রেলের এক অফিসার জানান, লরিটির ধাক্কায় রেলগেটের ‘বুম’ ভেঙে যাওয়ায় সমস্যা বাড়ে। প্রায় ২২টি লোকাল ট্রেন দেরিতে চলে। স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় ‘পেপার সিগন্যাল’ ব্যবস্থা অর্থাৎ চিরকুটে লিখে হাতে হাতে সিগন্যাল চালু রাখা হয়। আধ ঘণ্টা বন্ধ থাকার পরে চালু হয় ট্রেন।

অস্ত্র বসুর স্মৃতিও
জ্যোতি বসুর জন্মশতবর্ষে তাঁরই স্মরণসভায় প্রয়াত নেতার আবেগকে উসকে দিয়ে আসন্ন পঞ্চায়েত ভোটে লড়ার ইঙ্গিত দিলেন সিপিএম নেতারা। মঙ্গলবার দলের পানিহাটি জোনাল কমিটির আয়োজনে সোদপুর লোকসংস্কৃতি ভবনে এক সভায় উপস্থিত ছিলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, পলিটব্যুরো সদস্য নিরুপম সেন। রাজ্য রাজনীতিতে বরাবরই জ্যোতিবাবুর ঘনিষ্ঠ বলে পরিচিত সোমনাথবাবু বলেন, “সংঘাতের রাজনীতি চলছে এখন। লোকসভা, বিধানসভায় নির্বাচিত প্রতিনিধিদের কথা বলতে দেওয়া হচ্ছে না। জ্যোতি বসুর নেতৃত্বে এ রাজ্যে সংসদীয় গণতন্ত্র তৈরি হয়েছিল।” একই সুরে নিরুপমবাবুও রাজ্যে গণতন্ত্র প্রসারের ক্ষেত্রে জ্যোতি বসুর ভূমিকা উল্লেখ করেন।

দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু
গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রের। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে গাইঘাটার ঠাকুরনগর-সবেদাতলা এলাকায়। পুলিশ জানিয়েছে, মানিক হালদার (১৬) নামে স্থানীয় কয়া হাইস্কুলের নবম শ্রেণির ওই ছাত্রের বাড়ি চিকনপাড়া এলাকায়। মানিকের মামা গাড়ির চালক অমিত বিশ্বাসের বিরুদ্ধে অনিচ্ছাকৃত ভাবে খুনের অভিযোগ দায়ের করেছেন। গাড়িটি আটক করেছে পুলিশ। স্কুলের তরফে চালককে গ্রেফতারের দাবিতে থানায় স্মারকলিপি দেওয়া হয়।

গাড়ি উল্টে জখম ৪৫
যাত্রীবোঝাই গাড়ি উলটে আহত হলেন ৪৫ জন যাত্রী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের ১১৭ নম্বর জাতীয় সড়কের স্কুল মোড়ের কাছে। জখমদের প্রথমে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আট জনের অবস্থার অবনতি হলে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ জানায়, নামখানা থেকে একটি ম্যাটাডর বড়কাছারিতে যাচ্ছিল। একটি মোটরভ্যানকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। গাড়িটি আটক করা হয়েছে। চালক পলাতক।

তৃণমূলের হয়ে প্রচার, অভিনেতাকে হুমকি
তৃণমূলের হয়ে প্রচারে আসায় সিপিএম থেকে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। সোমবার রাতে বনগাঁর গোপালনগর থানায় এই মর্মে গোপালনগর-১ পঞ্চায়েতের বিদায়ী প্রধান সিপিএমের বিশ্বজিৎ প্রামাণিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিনেতা লোকেশ ঘোষ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিশ্বজিৎবাবু। তাঁর দাবি, এটা একেবারেই তৃণমূলের নোংরা রাজনীতির দৃষ্টান্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জমি নিয়ে ফের জিজ্ঞাসাবাদ
প্রাক্তন আবাসনমন্ত্রী গৌতম দেবের পরে ২০ কোটি টাকার জমি কেলেঙ্কারি মামলায় এ বার জমি প্রাপক সংস্থার অধিকর্তা বিক্রম নাগ এবং অন্য কয়েক জন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা জোতশিবরামপুর ও পারুই এলাকায় জমি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ভবানী ভবনে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডি সূত্রের খবর, তদন্তকারীরা তাঁদের কাছে জানতে চান, কীসের ভিত্তিতে মহেশতলায় জমি পেয়েছিল তাঁদের সংস্থা? জমি পাওয়া সত্ত্বেও ওই সংস্থা কেন আবাসন তৈরি করেনি?

পঞ্চায়েত সচিব ঘেরাও
নির্বাচনী বিধি ভেঙে সিপিএম এবং কংগ্রেসের কাছে তথ্য পাচারের অভিযোগে পঞ্চায়েতের সচিব-সহ চার পঞ্চায়েত কর্মচারীকে আটকে বিক্ষোভ দেখাল কয়েকশো তৃণমূল সমর্থক। সোমবার বিকেলে পাথরপ্রতিমার গোপালনগর পঞ্চায়েতের ঘটনা। বিকেল ৩টে থেকে ৬টা পর্যন্ত ঘেরাও করে বিক্ষোভ চলে। পরে বিডিওর নির্দেশে পুলিশ গিয়ে তাঁদেরকে উদ্ধার করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.