টুকরো খবর |
লগ্নি সংস্থার দুই কর্তা ধৃত
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
অর্থলগ্নি সংস্থা খুলে প্রতারণার অভিযোগে দু’জনকে ধরল নন্দীগ্রাম থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় তাঁদের ধরা হয়। ধৃতদের নাম বিশ্বরূপ দাস ও সায়ন্তন ভঞ্জ। বিশ্বরূপ খড়্গপুর আইআইটি’র কর্মী। সায়ন্তনের বাড়ি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে। পুলিশ সূত্রে খবর, একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থা খুলে মোটা টাকা ফেরত দেওয়ার লোভ দেখিয়ে আমানতকারীদের কাছ থেকে কয়েক কোটি টাকা সংগ্রহ করেছিল তরুণ তৃখা-সহ ওই সংস্থার কর্তা-এজেন্টরা। পূর্ব মেদিনীপুরের খেজুরি, নন্দীগ্রাম-সহ একাধিক থানায় তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হয়। পুলিশ আগেই অর্থলগ্নি সংস্থার কর্তা দিল্লির বাসিন্দা তরুণ তৃখাকে ধরেছিল। আদালতের নির্দেশে তাঁর জেল হেফাজতও হয়। কিন্তু অধরা ছিলেন বাকি কর্তারা। এ দিন পুলিশ নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে দু’জনকে ধরে। মঙ্গলবার পুলিশ তরুণ তৃখা-সহ ধৃত দু’জনকে হলদিয়া মহকুমা আদালতে তোলে। আট দিনের পুলিশ হেফাজত হয়।
|
উদ্ধার-কাজের মহড়া ময়নায়
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বন্যা-সহ প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় উদ্ধারকাজের মহড়া হল ময়নায়। জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে ময়নার গড়সাফাত এলাকায় কাঁসাই সেতুর নীচে এই মহড়ায় অংশ নেন ময়নার পরমানন্দপুর বিবেকানন্দ সঙ্ঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রশিক্ষণপ্রাপ্ত ১০ জন সদস্য। ছিলেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সাগর সিংহ, তমলুকের মহকুমাশাসক দেবাশিস বিশ্বাস। মহড়া দেখতে কাঁসাই নদীর দু’পাড়ে স্থানীয় মানুষের ভিড় জমে।
|
তালা ভেঙে চুরি
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
রাতের বেলা এক ব্যবসায়ীর বাড়ির তালা ভেঙে কয়েকভরি সোনার গয়না ও ব্যবসার সামগ্রী চুরি করে পালাল দুষ্কতীরা। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে কোলাঘাট শহর লাগোয়া বড়িশা গ্রামে। বাড়িতেই সেই সময় ঘুমোচ্ছিলেন পরিবারের লোকেরা। তাঁদের ঘরে তালা দিয়ে দেয় চোররা। পরদিন ভোরে ঘুম থেকে উঠে দরজা তালাবন্ধ দেখে বাড়ির লোকেরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। প্রতিবেশীদের চেষ্টায় তালা ভেঙে বাইরে বের হন তাঁরা।
|
পানীয় জলের দাবি
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কাঁথি-৩ ব্লকের দুরমুঠ গ্রাম পঞ্চায়েতে পানীয় জলের সমস্যা নিয়ে মহকুমাশাসক সুমিত গুপ্তের কাছে ডেপুটেশন দিল কংগ্রেস। একই দাবিতে কাঁথি-৩ ব্লক উন্নয়ন আধিকারিক প্রদীপ্ত বিশ্বাসের কাছে সোমবারই ডেপুটেশন দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। |
|