বড় ক্লাবের খেলার ধকল নিতে না চাইলেও তাঁর পুরোনো বড় ক্লাব মোহনবাগান নিয়ে এখনও তাঁর যে চোরা আবেগ তা লুকিয়ে রাখতে পারেননি তিনি। মোহনবাগান রত্নের জন্য তাঁর নাম মনোনীত হওয়া তা পাননি। এই প্রসঙ্গে ব্যরেটো বলেন, “না পাওয়া নিয়ে আমার কিছু বলার নেই। পেলে তা অবশ্যই গ্রহণ করব। আমার নাম যে ভাবা হয়েছে তাতেই আমি গর্বিত।”
এদিন সকালে বৃষ্টি মাথায় করেই টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল ক্যাম্পাসে শুরু হয় স্কুল পড়ুয়াদের নিয়ে ফুটবল প্রশিক্ষণ শিবির। আপাতত ৫০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হল এই শিবির। ব্রাজিল ফুটবল অ্যাকাডেমিয়ার পক্ষ থেকে একজন বেতনভুক্ত কোচ নিয়োগ করা হয়েছে। প্রাক্তন ফুটবলার রডরিগো এই দায়িত্বে রয়েছেন। এছাড়া আপাতত ২ জন স্থানীয় কোচ নিয়োগ করা হয়েছে। রডরিগোর দাবি এই সব ছেলেরা যদি লেগে থাকে এর মধ্যে বেশ কয়েকজনকে ১৫ বছরের পরই জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলার যোগ্যতা অর্জন করতে পারবেন। তার কারণও ব্যাখ্যা করেন তিনি। রডরিগো বলেন, “ব্রাজিলে যেমন খেলানো হয় আমি সেরকমই ছেলেদের প্রশিক্ষণ দেব। ৭-৮ বছর বয়সী ছেলেরা যদি খেলা শুরু কে র, তা হলে তারা ১১-১২ বছরের মধ্যে চর্চার মাধ্যমে স্কিলগুলি সম্পর্কে সড়গড় হয়ে উঠবে। এর পর ম্যাচ অনুশীলনের মধ্য দিয়ে ১৫-১৬ তে তারা যে কোনও পর্যায়ে খেলার যোগ্য হয়ে উঠবে।” মাঠে অনুশীলনের পাশাপাশি পেশাদার ফুটবলের পাঠ দিতে মানসিক গঠনের ক্লাসও দেওয়া হবে বলে জানান ওই প্রকল্পের প্রকল্প আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায়। |