আই লিগ আর নয়, জানালেন ব্যারেটো
ড় ক্লাবের হয়ে আই লিগের কথা আর ভাবছেন না হোসে রামিরেজ ব্যারেটো। মঙ্গলবার শিলিগুড়িতে টেকনো ইন্ডিয়া গ্রুপ ও ব্রাজিল ফুটবল অ্যাকাডেমিয়ার প্রশিক্ষণ শিবিরে যোগ গিয়ে তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, “মাই আই লিগ ইজ় ওভার।” ফুটবল তাঁকে অনেক দিয়েছে বলে জানিয়ে তিনি বলেন, “আর ফুটবলের জন্য দৌড়ঝাঁপ নয়, এখন শুধু ভবানীপুর ক্লাবের ঢিলেঢালা মেজাজটাই উপভোগ করতে চাই।” সেই সঙ্গে পরিবারের সঙ্গে সময় কাটানো ও কোয়ালিটি টাইম কাটানোই তাঁর লক্ষ্য বলেও মন্তব্য করেন কলকাতা ময়দানের সবুজ তোতা। তবে তার মানে এই নয় যে ভবানীপুর নিয়ে চিন্তাভাবনা করছেন না। গত মরশুমে হয়নি। এ মরশুমে তাই আশাবাদী প্রথম বিভাগের ছাড়পত্র আদায় করে নিয়ে পারবেন বলে। নতুন দলে বিদেশি কম। তাই স্থানীয় খেলোয়াড়দের দিয়েই বাজিমাত করতে চান একাধারে ভবানীপুর ক্লাবের কোচ ও খেলোয়াড়।

শিলিগুড়ির টেকনো ইন্ডিয়া স্কুলে ব্যারেটো এবং রডরিগো। শুক্রবার তোলা নিজস্ব চিত্র।
বড় ক্লাবের খেলার ধকল নিতে না চাইলেও তাঁর পুরোনো বড় ক্লাব মোহনবাগান নিয়ে এখনও তাঁর যে চোরা আবেগ তা লুকিয়ে রাখতে পারেননি তিনি। মোহনবাগান রত্নের জন্য তাঁর নাম মনোনীত হওয়া তা পাননি। এই প্রসঙ্গে ব্যরেটো বলেন, “না পাওয়া নিয়ে আমার কিছু বলার নেই। পেলে তা অবশ্যই গ্রহণ করব। আমার নাম যে ভাবা হয়েছে তাতেই আমি গর্বিত।”
এদিন সকালে বৃষ্টি মাথায় করেই টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল ক্যাম্পাসে শুরু হয় স্কুল পড়ুয়াদের নিয়ে ফুটবল প্রশিক্ষণ শিবির। আপাতত ৫০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হল এই শিবির। ব্রাজিল ফুটবল অ্যাকাডেমিয়ার পক্ষ থেকে একজন বেতনভুক্ত কোচ নিয়োগ করা হয়েছে। প্রাক্তন ফুটবলার রডরিগো এই দায়িত্বে রয়েছেন। এছাড়া আপাতত ২ জন স্থানীয় কোচ নিয়োগ করা হয়েছে। রডরিগোর দাবি এই সব ছেলেরা যদি লেগে থাকে এর মধ্যে বেশ কয়েকজনকে ১৫ বছরের পরই জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলার যোগ্যতা অর্জন করতে পারবেন। তার কারণও ব্যাখ্যা করেন তিনি। রডরিগো বলেন, “ব্রাজিলে যেমন খেলানো হয় আমি সেরকমই ছেলেদের প্রশিক্ষণ দেব। ৭-৮ বছর বয়সী ছেলেরা যদি খেলা শুরু কে র, তা হলে তারা ১১-১২ বছরের মধ্যে চর্চার মাধ্যমে স্কিলগুলি সম্পর্কে সড়গড় হয়ে উঠবে। এর পর ম্যাচ অনুশীলনের মধ্য দিয়ে ১৫-১৬ তে তারা যে কোনও পর্যায়ে খেলার যোগ্য হয়ে উঠবে।” মাঠে অনুশীলনের পাশাপাশি পেশাদার ফুটবলের পাঠ দিতে মানসিক গঠনের ক্লাসও দেওয়া হবে বলে জানান ওই প্রকল্পের প্রকল্প আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায়।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.