টুকরো খবর |
বরোদার বিরুদ্ধে রঞ্জি অভিযান শুরু বাংলার
সংবাদসংস্থা • মুম্বই |
বরোদার বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ দিয়ে এ বারের রঞ্জি ট্রফি অভিযান শুরু করছে বাংলা। নতুন নিয়ম অনুযায়ী এ বার বাংলা চারটি ম্যাচ খেলবে ঘরের মাঠে। বাকি চারটি বাইরে গিয়ে। ২৭ অক্টোবর থেকে মনোজ তিওয়ারিদের প্রথম ম্যাচ। কলকাতায় বাংলার বাকি তিনটি ম্যাচ মধ্যপ্রদেশ (১৪ নভেম্বর), সৌরাষ্ট্র (২১ নভেম্বর) ও উত্তরপ্রদেশের (১৪ ডিসেম্বর)। রাজস্থান (৭ নভেম্বর), সার্ভিসেস (২৮ নভেম্বর), রেলওয়েজ (৬ ডিসেম্বর) ও তামিলনাড়ুর (৩০ ডিসেম্বর) বিরুদ্ধে ম্যাচগুলি বাংলা খেলবে বাইরে গিয়ে। গত বারের চ্যাম্পিয়ন মুম্বই এ বার তাদের রঞ্জি অভিযান শুরু করবে হরিয়ানায় ২৭ অক্টোবর থেকে। মঙ্গলবার ভারতীয় বোর্ড ঘরোয়া ক্রিকেটের এই সূচি প্রকাশ করেছে। মরসুম শুরু হচ্ছে এনকেপি সালভে চ্যালেঞ্জার্স ট্রফি দিয়ে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর। তবে কোথায় হবে এই টুর্নামেন্ট, তা এখনও ঠিক হয়নি। ৩ থেকে ১৭ অক্টোবর এ বারের দলীপ ট্রফি হবে দক্ষিণাঞ্চলে। দেওধর ট্রফিও দক্ষিণেই, ২৩ থেকে ২৭ মার্চ। দেওধরের সব ম্যাচই হবে দিন-রাতে।
|
বৈঠক ফেডারেশনের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দেশ জুড়ে সব স্তরের ফুটবলারদের নথিভুক্তি বিষয়ক অনুদান কত হবে তা ঠিক করতে সহ-সভাপতিদের বৈঠক ডাকল ফেডারেশন। ১৬ জুলাই রাজধানীতে সেই বৈঠক হওয়ার কথা। বৈঠকে পূর্বাঞ্চল থেকে প্রতিনিধিত্ব করবেন সুব্রত দত্ত। ফেডারেশন সূত্রে খবর, ইতিমধ্যেই এআইএফএফ থেকে দেশের সব কটি রাজ্য সংস্থার কাছেই চিঠি দিয়ে মতামত জানতে চাওয়া হয়েছে। ফোনে যোগাযোগ করা হলে ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সুব্রতবাবু বলেন, “সব স্তরের ফুটবলারদের আর্থিক সঙ্গতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই রেজিস্ট্রেশন ফি নির্ধারিত হবে।”
|
কোভারম্যান্সের টিমে চমক নেই
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
তাজিকিস্তানের বিরুদ্ধে প্রীতি ম্যাচের জন্য ত্রিশ জনের প্রাথমিক দল ঘোষণা করলেন জাতীয় কোচ উইম কোভারম্যান্স। খেলা ১৪ অগস্ট। দলে কোনও চমক নেই। নতুন মুখ ইউনাইটেড স্পোর্টসের মহম্মদ রফিক, সালগাওকরের সই করা কর্মা শেওয়াং ও স্পোর্টিং ক্লুবের ডসন ফার্নান্ডেজ। অধিনায়ক সুনীল ছেত্রী।
|
ম্যান ইউ-র উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অ্যাকাডেমিতে প্রশিক্ষণের সুযোগ পেতে চলেছে অনূর্ধ্ব ১৬-র এগারো ফুটবলার। ম্যান ইউয়ের প্রাক্তন ডিফেন্ডার গ্যারি পালিস্টার ও তাঁর সহযোগীরা ফুটবলার বাছতে অগস্টের শুরুতেই ভারতে আসছেন। কলকাতা-সহ ভারতের সাতটি শহর থেকে ফুটবলার বাছবেন তাঁরা।
|
শ্যুটিংয়ে রুপো সংবাদসংস্থা • নয়াদিল্লি |
স্পেনের গ্রানাডায় আইএসএসএফ শুটিং বিশ্বকাপে মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন-এ রুপো জিতলেন ভারতের লজ্জা গোস্বামী। লজ্জা কোয়ালিফিকেশনে ৫৮৪ ও ফাইনালে ৪৫৪ স্কোর করেন।
|
শাস্তি আম্পায়ারদের |
গড়াপেটার দায়ে শ্রীলঙ্কার দুই আম্পায়ার সাগারা গালাগে ও মরিস ডে লা জিলওয়া-কে নির্বাসিত করল সে দেশের বোর্ড। পাশাপাশি আর এক অভিযুক্ত আম্পায়ার গামিনি দিশানায়কে প্রমাণের অভাবে কড়া শাস্তি এড়িয়ে গেলেও তাঁকে সিনিয়র প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তদন্তের পর শ্রীলঙ্কা বোর্ড সাগারা-কে ১০ বছর এবং মরিসকে ৩ বছর নির্বাসিত করেছে। গত বছর অক্টোবরে এক ভারতীয় টিভি চ্যানেলের স্টিং অপারেশনে ছয় আম্পায়ার শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে গড়াপেটার দায়ে অভিযুক্ত হন। শ্রীলঙ্কার এই তিন আম্পায়ার ছাড়াও পাকিস্তানের দু’জন আর বাংলাদেশের এক আম্পায়ারের নাম তখন উঠে আসে।
|
ফের ঝামেলায় গাজ্জা |
আবার ঝামেলায় জড়ালেন পল গাসকোয়েন। ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল তারকা দিন ক’য়েক আগেই রেলওয়ে স্টেশনে মদ্যপ অবস্থায় হাতাহাতি করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। এ বার লন্ডনের এক হোটেলে অতিরিক্ত মদ্যপানের জেরে এতটাই অসুস্থ হয়ে পড়েন যে হাসপাতালে পাঠাতে হয়। চলতি বছরের গোড়ায় আমেরিকায় রিহ্যাবে থাকলেও কোনও লাভ হয়নি গাজ্জার। নেশাতুর জীবন চলতে থাকে একই ভাবে। ইংরেজ মিডিয়ার খবর, ৪৬ বছর বয়সি গ্যাসকোয়েন এতটাই মদ্যপ অবস্থায় ছিলেন যে হোটেলে টলতে টলতে হাঁটছিলেন। এক সময় পড়ে যান আর অঝোরে চোখ থেকে জল পড়তে শুরু করে। বারবার প্রাক্তন স্ত্রী শেরিল-এর কথা জিজ্ঞাসা করছিলেন। গাজ্জার অবস্থা দেখে সঙ্গে সঙ্গে পুলিশ আর অ্যাম্বুল্যান্স ডাকা হয়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “গাসকোয়েনের পকেটে দুটো মদের বোতলও ছিল। ওকে এই অবস্থায় দেখাটা সত্যিই দুর্ভাগ্যের। শকিংও।”
পুরনো খবর: প্রাক্তন স্ত্রীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে গ্রেফতার গাসকোয়েন
|
আফ্রিদির প্রশংসা |
জাতীয় দলে ফিরে আসার পরও ক্ষোভ যাচ্ছে না শাহিদ আফ্রিদির। প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে নির্বাচিত হওয়ার পর অবশ্য প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতীয় দলকে। আফ্রিদি বলেন, “বড় মাপের ক্রিকেটাররা অবসর নেওয়ার পরও দলটা দুর্দান্ত ভাবে গড়ে তুলেছে ভারত। প্রচুর প্রতিভা। আমার তো মনে হয় ভারতীয় দলের যা গভীরতা তাতে সহজেই দু’টো দল গড়তে পারে।” তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের প্রশংসার পাশাপাশি আফ্রিদি পাকিস্তানের নির্বাচকদের বিরুদ্ধে ক্ষোভ চেপে রাখতে পারেননি। তিনি বলেন, “আমি অবসর নিতে প্রস্তুত। প্রত্যেক ক্রিকেটারেরই অবসরের সময় আসে। আমি শুধু চাই নির্বাচকরা যদি মনে করেন আমার সেই সময় এসে গিয়েছে তাহলে আমায় ডেকে সেটা খোলাখুলি বলে দেওয়া হোক। আমার তাতে কোনও সমস্যা নেই। এতদিন দেশের হয়ে খেলার পর আমি সিনিয়র প্লেয়ার হিসেবে সম্মান পাওয়ার আশা তো করতেই পারি।”
পুরনো খবর: আফ্রিদি ফিরছেন মাঠ, এমনকী ফিল্মেও
|
|